উপজেলা নির্বাচনকালীন সংসদ সদস্যরা নিজ এলাকায় অবস্থান করতে পারবেন। ভোটও দিতে পারবেন। তবে কোনো প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিলে বা প্রভাব বিস্তারের চেষ্টা করলে ওই সংসদ সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
শনিবার (২৭ এপ্রিল) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কর্মকর্তাসহ প্রশাসনের সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া এই তিন জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে পৃথকভাবে মতবিনিময় করেন রাশেদা সুলতানা।
কারও পক্ষে সংসদ সদস্য প্রভাব বিস্তার করলে এর দায় সংশ্লিষ্ট প্রার্থীকেও নিতে হবে বলে জানান এ নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশন ও প্রশাসনের ওপর আস্তা রেখে ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।
কালের চিঠি / আলিফ
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi