
ভারতের ছত্তিশগড়ে একটি বাস উল্টে খাদে পড়ে ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৪ জন। মঙ্গলবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে দুর্গ জেলার কুমহারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, একটি বেসরকারি কারখানারশ্রমিকদের বহনকারী বাসটি রাত সাড়ে ৮টার দিকে কুমহারির কাছে একটি খাদে পড়ে গেলে ১২ জনের মৃত্যু হয় এবং ১৪ জন আহত হয়। আহতদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া দুজন অন্য একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং আমরা তাদের সর্বোত্তম সেবা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
কালের চিঠি / আশিকুর।
কালের চিঠি ডেস্ক 
























