ফুলছড়ি প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিএনপির প্রয়াত সভাপতি হাবিবুর রহমান হবি’র স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৯ মার্চ ফুলছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার দক্ষিণ বুড়াইল (কত্তিকুড়া) ক্বারীউল কোরআন নূরানী হাফেজিয়া ও ক্বওমী মাদ্রাসার ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় প্রয়াত সভাপতির আত্মার মাগফেরাতে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ২৭ মে ২০২৩ সালে ফুলছড়ি উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে হবি সভাপতি নির্বাচিত হয় এবং তিন মাস পর তার মৃত্যু হয়।