বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গ্যাংস্টার রূপে আসছেন শাকিব খান

‘দামাল’, সুড়ঙ্গ’ খ্যাত নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় এবার বড় পর্দায় দেখা যাবে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে। এদিকে লম্বা চুল, গালে দাঁড়ি, চোখে সানগ্লাস, চেয়ারে বসে ঠোঁটে জ্বলন্ত সিগারেট ধরা। গলায় লকেট, আঙুলে লাল-কালো পাথরের দুটি আংটি। আর পাশেই পায়ের কাছে রাখা মেশিন গান। এ যেন গ্যাংস্টার। বুধবার (২৭ মার্চ) বিকেলে এমন লুকেই হাজির হলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।

নিজের ভেরিফাউড ফেসবুক পেজে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমাটির ছবি পোস্ট করেন এই অভিনেতা। এতে তিনি লেখেন, ‘তুফান’, লোডিং। মোস্ট ওয়ান্টেডের ফার্স্ট লুক। এর আগে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির অফিসিয়াল ফার্স্টলুক প্রকাশ্যে আনেন নির্মাতা রায়হান রাফী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা সুপারস্টার শাকিব খান।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

বৃহস্পতিবার (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিন। এ উপলক্ষে শাকিবিয়ানদের উন্মাদনার শেষ নেই। আর এই উন্মদনার মাত্রা আরও বাড়িয়ে দিল অভিনেতার ‘তুফান’র লুক। জানা গেছে, আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি। এই সিনেমার ফার্স্ট লুকেই গ্যাংস্টার লুকে ধরা দিয়েছেন কিং খান।

 

চরকি, আলফা আই ও কলকাতার এসভিএফের প্রযোজনায় নির্মিত হচ্ছে তুফান। শিগগিরই ভারতের রামুজি ফিল্ম সিটিতে এর দৃশ্যধারণের কথা রয়েছে। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সেটের কিছু ডামি স্থিরচিত্র, যা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন সিনেপ্রেমীরা।

প্রসঙ্গত, তুফান পরিচালনা করছেন রায়হান রাফী। এতে শাকিবের বিপরীতে দেখা যাবে মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তীকে। ভিলেন চরিত্রে রয়েছেন অভিনেতা যীশু সেনগুপ্ত। যদিও তাঁর বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান।

কালের চিঠি/ আলিফ

জনপ্রিয়

ইউথ ক্লাইমেট স্মল গ্র্যান্ট অ্যাওয়ার্ড ২০২৫ পেল সৃজনশীল গাইবান্ধা  

গ্যাংস্টার রূপে আসছেন শাকিব খান

প্রকাশের সময়: ০১:১৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪

‘দামাল’, সুড়ঙ্গ’ খ্যাত নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় এবার বড় পর্দায় দেখা যাবে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে। এদিকে লম্বা চুল, গালে দাঁড়ি, চোখে সানগ্লাস, চেয়ারে বসে ঠোঁটে জ্বলন্ত সিগারেট ধরা। গলায় লকেট, আঙুলে লাল-কালো পাথরের দুটি আংটি। আর পাশেই পায়ের কাছে রাখা মেশিন গান। এ যেন গ্যাংস্টার। বুধবার (২৭ মার্চ) বিকেলে এমন লুকেই হাজির হলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।

নিজের ভেরিফাউড ফেসবুক পেজে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমাটির ছবি পোস্ট করেন এই অভিনেতা। এতে তিনি লেখেন, ‘তুফান’, লোডিং। মোস্ট ওয়ান্টেডের ফার্স্ট লুক। এর আগে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির অফিসিয়াল ফার্স্টলুক প্রকাশ্যে আনেন নির্মাতা রায়হান রাফী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা সুপারস্টার শাকিব খান।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

বৃহস্পতিবার (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিন। এ উপলক্ষে শাকিবিয়ানদের উন্মাদনার শেষ নেই। আর এই উন্মদনার মাত্রা আরও বাড়িয়ে দিল অভিনেতার ‘তুফান’র লুক। জানা গেছে, আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি। এই সিনেমার ফার্স্ট লুকেই গ্যাংস্টার লুকে ধরা দিয়েছেন কিং খান।

 

চরকি, আলফা আই ও কলকাতার এসভিএফের প্রযোজনায় নির্মিত হচ্ছে তুফান। শিগগিরই ভারতের রামুজি ফিল্ম সিটিতে এর দৃশ্যধারণের কথা রয়েছে। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সেটের কিছু ডামি স্থিরচিত্র, যা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন সিনেপ্রেমীরা।

প্রসঙ্গত, তুফান পরিচালনা করছেন রায়হান রাফী। এতে শাকিবের বিপরীতে দেখা যাবে মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তীকে। ভিলেন চরিত্রে রয়েছেন অভিনেতা যীশু সেনগুপ্ত। যদিও তাঁর বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান।

কালের চিঠি/ আলিফ