সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভৈরবে নৌকাডুবি, নিখোঁজ ৮ জনেরই মরদেহ উদ্ধার

 

 

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী ট্রলার ডুবির ঘটনায় পুলিশ সদস্য সোহেল রানার ছেলে রাইসুলের (৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

সোমবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে নিখোঁজ ৮ জনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, এ পর্যন্ত ১১ জনকে জীবিত ও নদী থেকে আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

এছাড়া সুবর্ণা বেগম নামে ভৈরবের কমলপুরের এক নারীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দিনই মারা যান।

 

প্রসঙ্গত, শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মেঘনা নদীর রেলসেতু এলাকা থেকে নৌকা নিয়ে ভ্রমণে বের হন ২১ জন যাত্রী। কিছুদূর যেতেই এক যাত্রীর অনুরোধে মাঝি হাল ছেড়ে ছবি তুলতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী বাল্কহেড নৌকাকে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গেই নৌকাটি ডুবে যায়।

 

এসময় কয়েকজন সাঁতরে তীরে ওঠেন। পরে খবর পেয়ে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের স্পিড বোটে এসে এক নারীর মরদেহসহ আটজনকে উদ্ধার করে।

 

কালের চিঠি / আশিকুর।

জনপ্রিয়

ভৈরবে নৌকাডুবি, নিখোঁজ ৮ জনেরই মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: ১১:১৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪

 

 

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী ট্রলার ডুবির ঘটনায় পুলিশ সদস্য সোহেল রানার ছেলে রাইসুলের (৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

সোমবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে নিখোঁজ ৮ জনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, এ পর্যন্ত ১১ জনকে জীবিত ও নদী থেকে আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

এছাড়া সুবর্ণা বেগম নামে ভৈরবের কমলপুরের এক নারীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দিনই মারা যান।

 

প্রসঙ্গত, শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মেঘনা নদীর রেলসেতু এলাকা থেকে নৌকা নিয়ে ভ্রমণে বের হন ২১ জন যাত্রী। কিছুদূর যেতেই এক যাত্রীর অনুরোধে মাঝি হাল ছেড়ে ছবি তুলতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী বাল্কহেড নৌকাকে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গেই নৌকাটি ডুবে যায়।

 

এসময় কয়েকজন সাঁতরে তীরে ওঠেন। পরে খবর পেয়ে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের স্পিড বোটে এসে এক নারীর মরদেহসহ আটজনকে উদ্ধার করে।

 

কালের চিঠি / আশিকুর।