
ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকর সঙ্গে দেশটি থেকে আসরা জলবিদ্যুৎ আনা নিয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (২৫ মার্চ) ঢাকা সফররত ভুটানের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, তিনি (রাজা) বিষয়টি গুরুত্বের সঙ্গে শুনেছেন। এয়ার কানেক্টিভিটি আরো বাড়ানোর বিষয়ে কথা বলেছি। কারণ সপ্তাহে মাত্র দুটি ফ্লাইট চলাচল করে। আমি কানেক্টিভিটি বাড়ানোর বিষয়ে আলোচনা করেছি। মানুষ যাতে সড়ক পথে যেতে পারে। বিবিআইএনের দেশগুলোর নাগরিকরা যেন গাড়ি নিয়ে যেতে পারে, সে নিয়েও আলোচনা করেছি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভুটান থেকে জলবিদ্যুৎ আনার ক্ষেত্রে ভারত আমাদের ফ্যাসিলেটেড করবে। আমরা আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি। ভারতের ওপর দিয়েই তো লাইন আসতে হবে। ভারত কিন্তু নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানিতে ফ্যাসিলিটেড করেছে। সুতরাং ভুটান থেকে আমদানির ক্ষেত্রেও সহায়তা করবে এটাই স্বাভাবিক।
তিনি বলেন, আমরা কুড়িগ্রামে ভুটানকে একটি ইকোনমিক জোন প্রতিষ্ঠার জন্য জায়গা দিয়েছি। একইসঙ্গে তাদের বিবিআইএন (বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল) তাদের আবার যুক্ত করার বিষয়টি আলোচনায় তুলেছি।
বাংলাদেশ সরকারের আমন্ত্রণে চার দিনের সফরে সকালে ঢাকায় আসেন ভুটানের রাজা। বিমানবন্দরে রাজাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
কালের চিঠি / আশিকুর।
নিজস্ব প্রতিবেদক 
























