বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ইসরাইলের যুদ্ধ সভ্যতার জন্য কলঙ্ক : চীনের পররাষ্ট্রমন্ত্রী

গাজায় ইসরাইলের যুদ্ধকে ‘সভ্যতার জন্য কলঙ্ক’ বলে অভিহিত করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৃহস্পতিবার (৭ মার্চ)  এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি অঞ্চলটিতে ‘অবিলম্বে যুদ্ধবিরতি’ কার্যকর করার জন্য বেইজিংয়ের পক্ষ থেকে আহ্বান জানান।

ওয়াং ই সংবাদ সম্মেলনে গাজা যুদ্ধের কথা উল্লেখ করে বলেন, এটি মানবজাতির জন্য একটি ট্র্যাজেডি এবং এই ২১ শতকে সভ্যতার জন্য একটি কলঙ্ক। অঞ্চলটিতে এই মানবিক বিপর্যয় বন্ধ করা যাচ্ছে না। কোনো কারণই সংঘাতের ধারাবাহিকতাকে এবং কোনো অজুহাতই এত বেশি নিহতের সংখ্যাকে ন্যায্যতা দিতে পারে না।

ওয়াং ই সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় অবশ্যই জরুরিভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। এবং অবিলম্বে গাজা মানবিক ত্রাণ নিশ্চিতের কথা বলেছেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য ‘পূর্ণ’ জাতিসংঘের সদস্যপদ সমর্থন করে। গাজার বিপর্যয় আবারও বিশ্বকে মনে করিয়ে দিয়েছে যে ফিলিস্তিনি ভূখণ্ড যে দীর্ঘকাল ধরে দখল করে আছে তা আর উপেক্ষা করা যাবে না।

গত বছরের অক্টোবরে ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই অঞ্চলটিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে বেইজিং।

কালের চিঠি / আশিকুর।

জনপ্রিয়

ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্কে ‘টানাপোড়েন আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

গাজায় ইসরাইলের যুদ্ধ সভ্যতার জন্য কলঙ্ক : চীনের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময়: ১০:৩৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪

গাজায় ইসরাইলের যুদ্ধকে ‘সভ্যতার জন্য কলঙ্ক’ বলে অভিহিত করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৃহস্পতিবার (৭ মার্চ)  এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি অঞ্চলটিতে ‘অবিলম্বে যুদ্ধবিরতি’ কার্যকর করার জন্য বেইজিংয়ের পক্ষ থেকে আহ্বান জানান।

ওয়াং ই সংবাদ সম্মেলনে গাজা যুদ্ধের কথা উল্লেখ করে বলেন, এটি মানবজাতির জন্য একটি ট্র্যাজেডি এবং এই ২১ শতকে সভ্যতার জন্য একটি কলঙ্ক। অঞ্চলটিতে এই মানবিক বিপর্যয় বন্ধ করা যাচ্ছে না। কোনো কারণই সংঘাতের ধারাবাহিকতাকে এবং কোনো অজুহাতই এত বেশি নিহতের সংখ্যাকে ন্যায্যতা দিতে পারে না।

ওয়াং ই সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় অবশ্যই জরুরিভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। এবং অবিলম্বে গাজা মানবিক ত্রাণ নিশ্চিতের কথা বলেছেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য ‘পূর্ণ’ জাতিসংঘের সদস্যপদ সমর্থন করে। গাজার বিপর্যয় আবারও বিশ্বকে মনে করিয়ে দিয়েছে যে ফিলিস্তিনি ভূখণ্ড যে দীর্ঘকাল ধরে দখল করে আছে তা আর উপেক্ষা করা যাবে না।

গত বছরের অক্টোবরে ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই অঞ্চলটিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে বেইজিং।

কালের চিঠি / আশিকুর।