
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে ফরচুন বরিশাল। আর বিজয়ী ট্রফিটা মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে উৎসর্গ করেছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।
তামিম ইকবালের অনুভূতি প্রকাশ করার জন্য যখন তাকে ডাকা হলো সেখানে তামিম প্রথমেই মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে আসতে বলেন। দুজনেই সেখানে যাওয়ার পর তামিম ফরচুন বরিশালের হয়ে জেতা বিপিএলের ট্রফিটা মুশফিক ও মাহমুদউল্লাহকে উৎসর্গ করার ঘোষণা দেন।
পরে বলেন, এটাকে আসলে মুশির ট্রফিই বলা যায়। এসময় মুশফিককে ট্রফি উৎসর্গ করার ব্যাখ্যাও দেন তামিম। বলেন, সে মাঠে অসাধারণ কিছু কাজ করেছে। ফিল্ডিং পরিবর্তন করেছে, আরও অনেকভাবে আমাকে সাহায্য করেছে। তাই এটাকে আমি মুশির ট্রফিই বলবো।
তামিম আরও বলেন, আমি অধিনায়ক ছিলাম তাই মানুষ আমাকেই কৃতিত্ব দেবে। কিন্তু এ ধরনের টুর্নামেন্টে অনেক চাপ থাকে। মুশি আমার চাপ অনেকটা কমিয়ে দিয়েছে। তাই আমি আমার নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে পেরেছি। মুশি, মাহমদুউল্লাহ এবং অন্যদের সমর্থন ছাড়া এটা সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তামিম ইকবাল।
কালের চিঠি / আলিফ
কালের চিঠি ডেস্ক 




















