আজ বুধবার ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙ্গালি জাতি আজ গভীর শ্রদ্ধায় শহীদদের স্মরণ করছে।
দিবসটি উপলক্ষে গাইবান্ধা জেলা ইউনিটের পক্ষ থেকে পৌর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন গাইবান্ধা জেলার রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যবৃন্দরা।
শ্রদ্ধা নিবেদন শেষে গাইবান্ধা রেড ক্রিসেন্ট ইউনিটে শহীদদের স্মরনে এক মিনিট নীরবতা পালন করেন। পরে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।
কালের চিঠি/শর্মিলী