সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পিকনিকের বাস থেকে লক্ষাধিক ইয়াবা উদ্ধার

 

গাজীপু‌রের পুবাইলে কক্সবাজার থে‌কে আসা পিক‌নি‌কের বা‌সে তল্লাশী চা‌লি‌য়ে এক লক্ষ পঁচিশ হাজার পিস ইয়াবা উদ্ধার ক‌রে‌ছে গাজীপুর মহানগর গো‌য়েন্দা পু‌লিশ । এ সময় চার মাদক কারবারী‌কেও গ্রেপ্তার ক‌রে‌ছেন তারা।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বি‌কে‌লে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে গাজীপুর  মহানগরের কামারগাও এলাকায় থে‌কে ইয়াবা উদ্ধার করে পুৃলিশ ও মাদক কারবারিদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হ‌চ্ছে, শামীম হো‌সেন (৩৬) গাজীপুর মহানগ‌রের টঙ্গীপুর্ব থানার গাজীপুরা এলাকা আবুল কা‌শে‌মের ছে‌লে, ইমারত হো‌সেন(৩২) একই এলাকার মোহাম্মদ ইমান আলীর ছে‌লে, ইব্রাহীম খ‌লিল (৫৭) ময়মন‌সিংহের ত্রিশাল থানার ধান খোলা এলাকার মৃত আইয়ুব আলী খা‌নের ছে‌লে এবং ময়মন‌সিং‌হের ফুলবা‌ড়িয়া থানার দেবগ্রাম এলাকার মৃত আব্দুর রাজ্জা‌কের ছে‌লে।

 

মঙ্গলবার (২০ ফেব্রুযারি) দুপু‌রে গাজীপুর মহানগর গো‌য়েন্দা কার্যাল‌য়ে  প্রেস ব্রিফিং এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌  ডিবির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মুহাম্মদ কামাল হোসেন বলেন, স্থানীয় লোক‌দের বিনা খর‌চে কক্সবাজার বেড়া‌তে নি‌য়ে সেখান থে‌কে ওই বা‌সে ইয়াবা চালান দিয়ে গাজীপু‌রে নি‌য়ে আস‌ত মাদক কারবারিরা। গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে বিষয়‌টি জান‌তে পারেন জিএম‌পির গো‌য়েন্দা পুলিশ। কক্সবাজার থে‌কে  টঙ্গীগামী মাদক বহনকারী ওই ‌পিক‌নি‌কের বাস‌টি সোমবার গাজীপুর মহানগ‌রের পুবাইল কুমারগাও এলাকায় পৌছ‌লে তল্লাশী চালায় গো‌য়েন্দা পু‌লিশ। এ সময় তল্লাশী চা‌লি‌য়ে বা‌সের ভিত‌রে বি‌ভিন্ন স্থান থে‌কে ১ লাখ ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার ক‌রে পু‌লি‌শে । বাসে থাকা চার মাদক কারবারিকেও গ্রেপ্তার ক‌রে।

জিএম‌পির উপ-পুলিশ কমিশনার (ডিবি উত্তর) মোহাম্মদ কামাল হোসেন জানান, মাদক বহনকারী বাস‌টি জব্দ করা হ‌য়ে‌ছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমা‌নিক মুল‌্য প্রায় ৩ কো‌টি ৭৫ লাখ টাকা । গ্রেপ্তারকৃত‌দের বিরু‌দ্ধে মাদক নিয়ন্ত্রণে মামলাসহ আইনগত ব‌্যবস্থা গ্রহন করা হ‌য়েছে।

কালের চিঠি/ আলিফ

জনপ্রিয়

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে

পিকনিকের বাস থেকে লক্ষাধিক ইয়াবা উদ্ধার

প্রকাশের সময়: ১০:০৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪

 

গাজীপু‌রের পুবাইলে কক্সবাজার থে‌কে আসা পিক‌নি‌কের বা‌সে তল্লাশী চা‌লি‌য়ে এক লক্ষ পঁচিশ হাজার পিস ইয়াবা উদ্ধার ক‌রে‌ছে গাজীপুর মহানগর গো‌য়েন্দা পু‌লিশ । এ সময় চার মাদক কারবারী‌কেও গ্রেপ্তার ক‌রে‌ছেন তারা।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বি‌কে‌লে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে গাজীপুর  মহানগরের কামারগাও এলাকায় থে‌কে ইয়াবা উদ্ধার করে পুৃলিশ ও মাদক কারবারিদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হ‌চ্ছে, শামীম হো‌সেন (৩৬) গাজীপুর মহানগ‌রের টঙ্গীপুর্ব থানার গাজীপুরা এলাকা আবুল কা‌শে‌মের ছে‌লে, ইমারত হো‌সেন(৩২) একই এলাকার মোহাম্মদ ইমান আলীর ছে‌লে, ইব্রাহীম খ‌লিল (৫৭) ময়মন‌সিংহের ত্রিশাল থানার ধান খোলা এলাকার মৃত আইয়ুব আলী খা‌নের ছে‌লে এবং ময়মন‌সিং‌হের ফুলবা‌ড়িয়া থানার দেবগ্রাম এলাকার মৃত আব্দুর রাজ্জা‌কের ছে‌লে।

 

মঙ্গলবার (২০ ফেব্রুযারি) দুপু‌রে গাজীপুর মহানগর গো‌য়েন্দা কার্যাল‌য়ে  প্রেস ব্রিফিং এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌  ডিবির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মুহাম্মদ কামাল হোসেন বলেন, স্থানীয় লোক‌দের বিনা খর‌চে কক্সবাজার বেড়া‌তে নি‌য়ে সেখান থে‌কে ওই বা‌সে ইয়াবা চালান দিয়ে গাজীপু‌রে নি‌য়ে আস‌ত মাদক কারবারিরা। গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে বিষয়‌টি জান‌তে পারেন জিএম‌পির গো‌য়েন্দা পুলিশ। কক্সবাজার থে‌কে  টঙ্গীগামী মাদক বহনকারী ওই ‌পিক‌নি‌কের বাস‌টি সোমবার গাজীপুর মহানগ‌রের পুবাইল কুমারগাও এলাকায় পৌছ‌লে তল্লাশী চালায় গো‌য়েন্দা পু‌লিশ। এ সময় তল্লাশী চা‌লি‌য়ে বা‌সের ভিত‌রে বি‌ভিন্ন স্থান থে‌কে ১ লাখ ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার ক‌রে পু‌লি‌শে । বাসে থাকা চার মাদক কারবারিকেও গ্রেপ্তার ক‌রে।

জিএম‌পির উপ-পুলিশ কমিশনার (ডিবি উত্তর) মোহাম্মদ কামাল হোসেন জানান, মাদক বহনকারী বাস‌টি জব্দ করা হ‌য়ে‌ছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমা‌নিক মুল‌্য প্রায় ৩ কো‌টি ৭৫ লাখ টাকা । গ্রেপ্তারকৃত‌দের বিরু‌দ্ধে মাদক নিয়ন্ত্রণে মামলাসহ আইনগত ব‌্যবস্থা গ্রহন করা হ‌য়েছে।

কালের চিঠি/ আলিফ