
বিএনপির চেয়ে বড় উগ্রবাদী দল আর নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ’৭৫- এ বঙ্গবন্ধুকে হত্যার মূলহোতা জিয়াউর রহমান, ২১ আগস্ট পরিকল্পিতভাবে হামলা করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছি বিএনপি। অথচ যাদের হাতে রক্তের দাগ, তারা হত্যার রাজনীতির জন্য আওয়ামী লীগকে দোষারোপ করে।
আমরা নির্বাচনের আগেও ছিলাম, পরেও আছি। জনগণের জানমাল রক্ষায় সব সময় তৎপর থাকবো’, যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
কালের চিঠি/ আশিকুর।
কালের চিঠি ডেস্ক 




















