বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভালোবাসা দিবসে তানজিন তিশার সঙ্গে ফারহানের বিশেষ নাটক

 

ভালোবাসা কিংবা বিরহের অন্যরকম সমীকরণ নিয়ে এবারের ভ্যালেন্টাইন ডে’তে হাজির হচ্ছেন ছোট পর্দার রোম্যান্টিক জুটি মুশফিক আর ফারহান ও তানজিন তিশা।

দু’জনকে জুটি করে ‘সেই তুমি’ নামের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। অবয়ব সিদ্দিকীর চিত্রনাট্যে এতে দেখা যাবে প্রেম হতে হতে বিচ্ছেদে গড়ানো আর বহুদিন পর আবার তাদের দেখা হওয়ার এক নস্টালজিক গল্প।

নির্মাতা জানান, এই ভালোবাসা দিবসের অন্যতম জটিল প্রেমের গল্প হতে যাচ্ছে এটি।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘সেই তুমি’ উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

কালের চিঠি / আশিকুর।

জনপ্রিয়

ইউথ ক্লাইমেট স্মল গ্র্যান্ট অ্যাওয়ার্ড ২০২৫ পেল সৃজনশীল গাইবান্ধা  

ভালোবাসা দিবসে তানজিন তিশার সঙ্গে ফারহানের বিশেষ নাটক

প্রকাশের সময়: ১১:১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪

 

ভালোবাসা কিংবা বিরহের অন্যরকম সমীকরণ নিয়ে এবারের ভ্যালেন্টাইন ডে’তে হাজির হচ্ছেন ছোট পর্দার রোম্যান্টিক জুটি মুশফিক আর ফারহান ও তানজিন তিশা।

দু’জনকে জুটি করে ‘সেই তুমি’ নামের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। অবয়ব সিদ্দিকীর চিত্রনাট্যে এতে দেখা যাবে প্রেম হতে হতে বিচ্ছেদে গড়ানো আর বহুদিন পর আবার তাদের দেখা হওয়ার এক নস্টালজিক গল্প।

নির্মাতা জানান, এই ভালোবাসা দিবসের অন্যতম জটিল প্রেমের গল্প হতে যাচ্ছে এটি।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘সেই তুমি’ উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

কালের চিঠি / আশিকুর।