মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অভিনয় ছেড়ে দিতে চায় পঙ্কজ

বর্তমান সময়ে বলিউডের অন্যতম ও জনপ্রিয় একজন অভিনেতা হলো পঙ্কজ ত্রিপাঠি।পর পর দুর্দান্ত কিছু চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলে হালের পরিচালকদের অন্যতম পছন্দের অভিনেতা বর্তমানে পঙ্কজ ত্রিপাঠি।এর মধ্যে জাতীয় পুরস্কারেও সম্মানিত হয়েছেন তিনি। দীর্ঘ দিনের পরিশ্রম ও সংগ্রাম পর এখন বলিউডের অন্যতম সফল শিল্পী তিনি।

 

তবে সাফল্যের র্শীষে দাঁড়িয়েও সন্তুষ্ট নন এই অভিনেতা। অভিনয়ের সৌজন্যে পঙ্কজ ত্রিপাঠি এখন দর্শকের পছন্দের অন্যতম একজন তারকা,কিন্তু হঠ্যৎ অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিলেন পঙ্কজ ত্রিপাঠি!

 

Shwapno Online Grocery Shopping

সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের এই সিদ্ধান্তের কথা প্রকাশ করেন তিনি। নিজের পরবর্তী চলচ্চিত্র ‘ম্যায় অটল হুঁ’তে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি । মুক্তির অপেক্ষায় রয়েছে চলচ্চিত্রটি।

 

‘ম্যায় অটল হুঁ’-এর প্রচারমূলক এক অনুষ্ঠানেই সিনেমা থেকে বিরতির ঘোষণা করেন পঙ্কজ।

 

পঙ্কজ বলেন, ‘আমি যখন অভিনেতা হওয়ার জন্য পরিশ্রম করছি, যখন আমি একের পর এক অডিশন দিচ্ছিলাম, তখনও আমি দিনে ৮ ঘণ্টা ঘুমাতে পারতাম। এখন অভিনেতা হিসাবে সাফল্য পেয়েছি বটে, তবে আমি এখন ঘুমের জন্য ৮ ঘণ্টা সময় বার করতে হিমশিম খাই।’

 

তিনি আরো বলেন, “দিনে যে ৮ ঘণ্টা আমরা ঘুমাই, তাতেই আমাদের শরীর, আমাদের মস্তিষ্ক তৈরি হয় বাকী ১৬ ঘণ্টার পরিশ্রমের জন্য।

সেই ভারসাম্যটা না থাকলে খুব সমস্যা। ‘ম্যায় অটল হুঁ’-এর প্রচার শেষ হয়ে গেলেই আমি ছেড়ে দেব সব। আমার সবার আগে ৮ ঘণ্টার ঘুম চাই।”

পঙ্কজের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই অবাক দর্শক-অনুরাগীরা। তবে অনুরাগীদের বিশ্বাস, ‘ম্যায় অটল হুঁ’ সিনেমার মুক্তির পরে কিছু দিনের জন্য অভিনয় থেকে বিরতি নিতে চান অভিনেতা, একেবারেই অভিনয় ছাড়বেন না তিনি।

 

আগামী ১৯ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘ম্যায় অটল হুঁ।’ এতে পঙ্কজের সঙ্গে আরো অভিনয় করেছেন বেনেডিক্ট গারেট, হার্শাল গায়ার, হারশাদ কুমার প্রমুখ।

জনপ্রিয়

ইউথ ক্লাইমেট স্মল গ্র্যান্ট অ্যাওয়ার্ড ২০২৫ পেল সৃজনশীল গাইবান্ধা  

অভিনয় ছেড়ে দিতে চায় পঙ্কজ

প্রকাশের সময়: ০৫:০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪

বর্তমান সময়ে বলিউডের অন্যতম ও জনপ্রিয় একজন অভিনেতা হলো পঙ্কজ ত্রিপাঠি।পর পর দুর্দান্ত কিছু চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলে হালের পরিচালকদের অন্যতম পছন্দের অভিনেতা বর্তমানে পঙ্কজ ত্রিপাঠি।এর মধ্যে জাতীয় পুরস্কারেও সম্মানিত হয়েছেন তিনি। দীর্ঘ দিনের পরিশ্রম ও সংগ্রাম পর এখন বলিউডের অন্যতম সফল শিল্পী তিনি।

 

তবে সাফল্যের র্শীষে দাঁড়িয়েও সন্তুষ্ট নন এই অভিনেতা। অভিনয়ের সৌজন্যে পঙ্কজ ত্রিপাঠি এখন দর্শকের পছন্দের অন্যতম একজন তারকা,কিন্তু হঠ্যৎ অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিলেন পঙ্কজ ত্রিপাঠি!

 

Shwapno Online Grocery Shopping

সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের এই সিদ্ধান্তের কথা প্রকাশ করেন তিনি। নিজের পরবর্তী চলচ্চিত্র ‘ম্যায় অটল হুঁ’তে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি । মুক্তির অপেক্ষায় রয়েছে চলচ্চিত্রটি।

 

‘ম্যায় অটল হুঁ’-এর প্রচারমূলক এক অনুষ্ঠানেই সিনেমা থেকে বিরতির ঘোষণা করেন পঙ্কজ।

 

পঙ্কজ বলেন, ‘আমি যখন অভিনেতা হওয়ার জন্য পরিশ্রম করছি, যখন আমি একের পর এক অডিশন দিচ্ছিলাম, তখনও আমি দিনে ৮ ঘণ্টা ঘুমাতে পারতাম। এখন অভিনেতা হিসাবে সাফল্য পেয়েছি বটে, তবে আমি এখন ঘুমের জন্য ৮ ঘণ্টা সময় বার করতে হিমশিম খাই।’

 

তিনি আরো বলেন, “দিনে যে ৮ ঘণ্টা আমরা ঘুমাই, তাতেই আমাদের শরীর, আমাদের মস্তিষ্ক তৈরি হয় বাকী ১৬ ঘণ্টার পরিশ্রমের জন্য।

সেই ভারসাম্যটা না থাকলে খুব সমস্যা। ‘ম্যায় অটল হুঁ’-এর প্রচার শেষ হয়ে গেলেই আমি ছেড়ে দেব সব। আমার সবার আগে ৮ ঘণ্টার ঘুম চাই।”

পঙ্কজের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই অবাক দর্শক-অনুরাগীরা। তবে অনুরাগীদের বিশ্বাস, ‘ম্যায় অটল হুঁ’ সিনেমার মুক্তির পরে কিছু দিনের জন্য অভিনয় থেকে বিরতি নিতে চান অভিনেতা, একেবারেই অভিনয় ছাড়বেন না তিনি।

 

আগামী ১৯ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘ম্যায় অটল হুঁ।’ এতে পঙ্কজের সঙ্গে আরো অভিনয় করেছেন বেনেডিক্ট গারেট, হার্শাল গায়ার, হারশাদ কুমার প্রমুখ।