
চট্টগ্রামের পটিয়ায় নৌকা স্লোগান দিয়ে মন্দির ও ছাত্রলীগ নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। শনিবার ৮টার দিকে উপজেলার কেলিশহর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মহাজনপাড়ায় এ ঘটনা ঘটে।
নৌকার প্রার্থীর ক্যাম্প থেকে স্লোগান দিয়ে বিশ্বমঙ্গল গীতা সংঘ ও দুর্গা মন্দির এবং ছাত্রলীগ নেতা বোরহানের বাড়িতে হামলা করা হয়। ওই ঘটনায় বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছেন গ্রামের লোকজন।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগ নেতা বিজন চক্রবর্তী জানান, ছাত্রলীগ নেতা বোরহানসহ হুইপের মেয়েরা ওই এলাকায় গণসংযোগ করেন। এতে হিন্দু সম্প্রদায়ের ব্যাপক সাড়া মিলে। এতেই হয়ত ক্ষুব্ধ হয়েছিলেন নৌকার স্থানীয় কর্মী-সমর্থকরা। যারা হামলা চালিয়েছে তাদের সবার বাড়ি একই এলাকায় এবং হামলাকারীদের মধ্যে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের লোকজন ছিল।
ইউপি সদস্য সম্ভু দে জানান, হামলাকারীরা সবাই স্থানীয় এবং তারা মন্দিরে রক্ষিত মহোৎসবের মালপত্র নষ্ট ও ভাঙচুর করেছে। মন্দিরে ছুড়ে মারা ইট-পাটকেল ও ভাঙচুর করা আলামত এখনো সেভাবেই আছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পটিয়ার নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর প্রধান নির্বাচনি সমন্বয়ক প্রদীপ দাশ জানান, পটিয়ায় একের পর এক যা ঘটছে তা আস্বাভাবিক। কেলিশহরে মন্দিরে হামলার ঘটেছে সত্য। তবে তা সাম্প্রদায়িক নয়। এর বাইরে তিনি আর কিছু বলতে রাজি হননি।
এ বিষয়ে ওসি মোহাম্মদ জসিম উদ্দিনকে একাধিকবার ফোন দেওয়া হয়; কিন্তু তারা ফোন না ধরায় কথা বলা সম্ভব হয়নি।
অ্যাডিশনাল এসপি (পটিয়া সার্কেল) জানান, ওই ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক 




















