
ভাগ্য বদলের আশায় পাড়ি দিয়েছিলেন ভারতে। কিন্তু পড়েন মানবপাচারের কবলে। প্রায় দেড় বছর ধরে চলে অমানবিক নির্যাতন। প্রাণ হাতে নিয়ে কোনোমতো পালিয়ে পশ্চিমবঙ্গে আশ্রয় নেন নারায়ণগঞ্জের এক নারী।
মঙ্গলবার (৩০ এপ্রিল) ভারত-বাংলাদেশের মধ্যস্থতায় দেশে ফিরেন তিনি। বর্ণনা দেন নিজের রোমহর্ষক কাহিনীর।
ভারতে লোভনীয় চাকরি, বিউটি পার্লারে কাজ করার সুযোগ। এমন নানা প্রস্তাব পেয়ে পাচারকারীদের খপ্পড়ে পড়েন নারায়ণগঞ্জের ওই নারী। পৌঁছে যান দিল্লি। জোর করে প্রায় দেড় বছর করানো হয় অবৈধ যৌন কার্যক্রম।
এরপর একদিন সুযোগ বুঝে পালিয়ে আসেন কলকাতায়। সেখানেই দেখা হয় পশ্চিমবঙ্গের হ্যাম রেডিওর সম্পাদক অম্বরিশ বাবুর সঙ্গে। পরে কলকাতার একটি সেইফহোমে আশ্রয় হয় ঐ নারীর। মঙ্গলবার দু’দেশের মধ্যস্থতায় দেশে ফিরিয়ে আনা হয় তাকে।
নিখোঁজ মেয়ের সন্ধানে থানায় ডায়েরিও করেছিলো পরিবার। এতদিন পর মেয়েকে কাছে পেয়ে খুশি স্বজনেরা।
এদিন ভারতে বিভিন্ন সময় পাচার হওয়া আরও কয়েকজন বাংলাদেশি নারী ও শিশুকে দেশে ফিরিয়ে আনা হয়। বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন তারা।
কালের চিঠি / আলিফ
কালের চিঠি ডেস্ক 

























