
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ২৪টি মন্ত্রণালয় থেকে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ পেলেও তা পর্যাপ্ত নয়। এ খাতে আরও অর্থের প্রয়োজন বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পরীবাগে পরিবেশ মন্ত্রীর সাথে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। এ সময় জলবায়ু পরিবর্তন মোবাবেলা নিয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাথে আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে তার আলোচনা হয়েছে। ঢাকার প্রতি জাতিসংঘ আস্থাশীল।
আন্তর্জাতিক অর্থ সহায়তা কীভাবে বাংলাদেশ পাবে তা নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন গোয়েন লুইস। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, বিশেষ করে বন্যা মোকাবেলার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের আন্তর্জাতিক অর্থ সহযোগিতা পাওয়ার বিষয়েও আলোচনা করেছি আমরা।
কালের চিঠি / আলিফ
কালের চিঠি ডেস্ক 






















