
প্রতিবছর পহেলা ফেব্রুয়ারি একুশে বইমেলা শুরু হয়- Getty Images
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে আগামী বছর একুশে বইমেলা প্রায় তিন সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।
নির্বাচনের পর আগামী ২০শে ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হয়ে চলবে ১৫ই মার্চ পর্যন্ত।
বুধবার মেলার অংশীজনদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বাংলা একাডেমি।
এর আগে, এ বছরের ডিসেম্বরে বইমেলা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল বাংলা একাডেমি। পরে গত ২৮শে সেপ্টেম্বর ওই সিদ্ধান্ত স্থগিত করার কথা জানিয়েছিল আয়োজক প্রতিষ্ঠানটি।
নিজস্ব প্রতিবেদক 





















