শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় গরু ব্যবসায়ী খুন, আটক ১

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় খোকা মিয়া নামের এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মো. রশিদ সরকারের ছেলে।

বুধবার ভোররাতে গজারিয়া ইউনিয়নের ঝানঝাইর ডাকুমারী গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বুধবার ভোররাতে হঠাৎ ‘গুলির মতো’ একটি শব্দ শুনতে পান। এরপর রাস্তার পাশে খোকা মিয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা। সকালে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, “ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। খোকা মিয়ার মাথায় ভারী বস্তুর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কোনো গুলির ঘটনা ঘটেনি।”

ওসি বলেন, “ধারণা করা হচ্ছে, শক্ত কিছু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুলাল মাঝি নামে একজনকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জনপ্রিয়

দ্যা ডিসেন্টের অনুসন্ধান : হাদিকে গুলি করার আগে অপরাধীরা তার সাথে জনসংযোগেও ছিলো !

গাইবান্ধায় গরু ব্যবসায়ী খুন, আটক ১

প্রকাশের সময়: ০১:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় খোকা মিয়া নামের এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মো. রশিদ সরকারের ছেলে।

বুধবার ভোররাতে গজারিয়া ইউনিয়নের ঝানঝাইর ডাকুমারী গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বুধবার ভোররাতে হঠাৎ ‘গুলির মতো’ একটি শব্দ শুনতে পান। এরপর রাস্তার পাশে খোকা মিয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা। সকালে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, “ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। খোকা মিয়ার মাথায় ভারী বস্তুর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কোনো গুলির ঘটনা ঘটেনি।”

ওসি বলেন, “ধারণা করা হচ্ছে, শক্ত কিছু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুলাল মাঝি নামে একজনকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।