সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নদীতে গোসলে নেমে মর্মান্তিক মৃত্যু, ঘাড় ভাঙ্গা অবস্থায় উদ্ধার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের পশ্চিম খাটিয়া মারি গ্রামে নদীতে গোসল করতে গিয়ে আল-আমিন (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ জুলাই) দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আল-আমিন ওই গ্রামের ফজলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে আল-আমিন স্থানীয় নদীতে গোসল করতে নামে। দীর্ঘক্ষণ পরেও সে ফিরে না আসায় পরিবারের সদস্য ও এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে। পরে অনেক খোঁজাখুঁজির পর নদীর পানির নিচ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় তার ঘাড় ভাঙ্গা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, পানিতে লাফ দেওয়ার সময় কোনো শক্ত কিছুর সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে ফুলছড়ি থানা পুলিশকে অবগত করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
জনপ্রিয়

নদীতে গোসলে নেমে মর্মান্তিক মৃত্যু, ঘাড় ভাঙ্গা অবস্থায় উদ্ধার

প্রকাশের সময়: ০৩:৪২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের পশ্চিম খাটিয়া মারি গ্রামে নদীতে গোসল করতে গিয়ে আল-আমিন (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ জুলাই) দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আল-আমিন ওই গ্রামের ফজলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে আল-আমিন স্থানীয় নদীতে গোসল করতে নামে। দীর্ঘক্ষণ পরেও সে ফিরে না আসায় পরিবারের সদস্য ও এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে। পরে অনেক খোঁজাখুঁজির পর নদীর পানির নিচ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় তার ঘাড় ভাঙ্গা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, পানিতে লাফ দেওয়ার সময় কোনো শক্ত কিছুর সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে ফুলছড়ি থানা পুলিশকে অবগত করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।