
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না রাখায় ক্ষোভে ফেটে পড়েছে গাইবান্ধার শিক্ষক, অভিভাবকরা। এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ সকাল ১১টায় গাইবান্ধা শহরের গানাসার্স মার্কেটের সামনে গাইবান্ধা জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত হয় এক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি।কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কিন্ডারগার্টেন শিক্ষক, পরিচালনা পরিষদের সদস্য, অভিভাবকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনের শুরুতে:সভাপতির স্বাগত বক্তব্য দেন আবেদ আলী, সভাপতি—গাইবান্ধা জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ।বক্তৃতায় তারা বলেন— “শিক্ষা কোনো অনুগ্রহ নয়, এটি মৌলিক অধিকার। কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করা সংবিধান ও মানবাধিকারের পরিপন্থী।”তারা আরও বলেন, “জুলাই বিপ্লবের চেতনায় গড়া বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় বৈষম্যের কোনো জায়গা থাকতে পারে না।”
আরো বক্তব্য রাখেন,আর ইউ বি এস মডেল স্কুলের পরিচালক মোজাম্মেল হক মিলন, মেরিট পাওয়ার পাবলিক স্কুল, ঘগোয়া পরিচালকএনামূল হক নয়ন, সুন্দরগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক—অনিমেশ কুমার রায়, সাঘাটা উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ সভাপতি—রানা মৃধা বাবু, সাদুল্লাপুর উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ সহ-সভাপতি গোলাম রব্বানী, গোবিন্দগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ সভাপতি শিক্ষাবিদ মকবুল হোসেন প্রমুখ। বক্তারা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করার জোর দাবি জানান।
মানববন্ধন শেষে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় একটি স্মারকলিপি প্রদান করেন গাইবান্ধা জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক 





















