সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধা আওয়ামী লীগের পৌর সভাপতি কারাগারে

  • কনক সরকার
  • প্রকাশের সময়: ১০:১৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • ৮৮

গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সভাপতি মজনু মিয়াকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মজনু মিয়া ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার একটি ভোট কেন্দ্রে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে পিটিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল শনিবার রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি হিরো বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ।

গ্রেফতার মজনু মিয়া ওরফে মজনু হিরো বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি ওই এলাকার মৃত আব্দুস ছাত্তার ওরফে হিরো ছাত্তারের ছেলে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ মোবাইল ফোনে বার্তা২৪.কমকে বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াত কর্মী শাহাবুল হত্যা মামলার এজাহার নামীয় আসামি মজনু হিরোকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বামনডাঙ্গার মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনার ১০ বছর পর চলতি বছরের ২২ অক্টোবর সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির। মামলায় সুন্দরগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধানসহ ৭৯ জনকে আসামি করা হয় এবং অজ্ঞাতনামা আসামি করা হয় ৪০ থেকে ৫০ কে। এই মামলার এজাহার নামীয় আসামি মজনু মিয়া।

 

কেএনকে/

জনপ্রিয়

গাইবান্ধা আওয়ামী লীগের পৌর সভাপতি কারাগারে

প্রকাশের সময়: ১০:১৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সভাপতি মজনু মিয়াকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মজনু মিয়া ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার একটি ভোট কেন্দ্রে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে পিটিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল শনিবার রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি হিরো বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ।

গ্রেফতার মজনু মিয়া ওরফে মজনু হিরো বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি ওই এলাকার মৃত আব্দুস ছাত্তার ওরফে হিরো ছাত্তারের ছেলে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ মোবাইল ফোনে বার্তা২৪.কমকে বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াত কর্মী শাহাবুল হত্যা মামলার এজাহার নামীয় আসামি মজনু হিরোকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বামনডাঙ্গার মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনার ১০ বছর পর চলতি বছরের ২২ অক্টোবর সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির। মামলায় সুন্দরগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধানসহ ৭৯ জনকে আসামি করা হয় এবং অজ্ঞাতনামা আসামি করা হয় ৪০ থেকে ৫০ কে। এই মামলার এজাহার নামীয় আসামি মজনু মিয়া।

 

কেএনকে/