বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা জাতীয় পার্টির, নিরাপত্তা না পেলে ‘সরেও দাঁড়াতে পারে’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ‘পাতানো’ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতীয় পার্টি। তবে ‘শঙ্কা থাকলেও’ নির্বাচনে ৩০০টি আসনের সবগুলোতে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জিএম কাদের নেতৃত্বাধীন দলটি।

বুধবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরুও করেছে।

শীর্ষ নেতাদের বৈঠকের পর এদিন সন্ধ্যায় ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব শামীম পাটোয়ারী।

“আমরা আশঙ্কা করছি একটি পাতানো নির্বাচন বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ভোটের পর ভোট বা মিডিয়া ভোট হতে পারে। কোনো আশঙ্কাই উড়িয়ে দেওয়া যায় না,” বলেন মি. পাটোয়ারী।

তারপরও জাতীয় পার্টি আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি।

“আমরা ভোটমুখী দল। নেতাকর্মীরা ভোট করতে আগ্রহী। আমাদের আমাদের নেতাকর্মীদের নিরাপত্তা সরকার এবং নির্বাচন কমিশন দিতে না পারে, তাহলে আমরা আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবো।”

এ দফায় নির্বাচন সুষ্ঠু না হলে দেশে ‘গৃহযুদ্ধে’র কবলে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন করে জাতীয় পার্টির মহাসচিব।

“একটা গৃহযুদ্ধের আশঙ্কা আমরা করছি। সামনের ভোটটি যদি সুষ্ঠ না হয়, গ্রহণযোগ্য না হয়, ক্রেডিবল না হয়, রিফ্লেক্টিভ না হয়, তাহলে দেশে ভবিষ্যতে গৃহযুদ্ধ হবে,” বলেন মি. পাটোয়ারী।

জনপ্রিয়

ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্কে ‘টানাপোড়েন আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা জাতীয় পার্টির, নিরাপত্তা না পেলে ‘সরেও দাঁড়াতে পারে’

প্রকাশের সময়: ০৫:৪০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ‘পাতানো’ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতীয় পার্টি। তবে ‘শঙ্কা থাকলেও’ নির্বাচনে ৩০০টি আসনের সবগুলোতে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জিএম কাদের নেতৃত্বাধীন দলটি।

বুধবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরুও করেছে।

শীর্ষ নেতাদের বৈঠকের পর এদিন সন্ধ্যায় ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব শামীম পাটোয়ারী।

“আমরা আশঙ্কা করছি একটি পাতানো নির্বাচন বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ভোটের পর ভোট বা মিডিয়া ভোট হতে পারে। কোনো আশঙ্কাই উড়িয়ে দেওয়া যায় না,” বলেন মি. পাটোয়ারী।

তারপরও জাতীয় পার্টি আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি।

“আমরা ভোটমুখী দল। নেতাকর্মীরা ভোট করতে আগ্রহী। আমাদের আমাদের নেতাকর্মীদের নিরাপত্তা সরকার এবং নির্বাচন কমিশন দিতে না পারে, তাহলে আমরা আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবো।”

এ দফায় নির্বাচন সুষ্ঠু না হলে দেশে ‘গৃহযুদ্ধে’র কবলে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন করে জাতীয় পার্টির মহাসচিব।

“একটা গৃহযুদ্ধের আশঙ্কা আমরা করছি। সামনের ভোটটি যদি সুষ্ঠ না হয়, গ্রহণযোগ্য না হয়, ক্রেডিবল না হয়, রিফ্লেক্টিভ না হয়, তাহলে দেশে ভবিষ্যতে গৃহযুদ্ধ হবে,” বলেন মি. পাটোয়ারী।