
গাইবান্ধায় সাপের কামড়ে মৃত্যুহার কমাতে এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে পর্যাপ্ত এন্টিভেনাম সরবরাহের দাবিতে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন Team For Energy And Environmental Research (TEER)—এর গাইবান্ধা সরকারি কলেজ শাখা আজ জেলা প্রশাসক বরাবর একটি গুরুত্বপূর্ণ স্মারকলিপি প্রদান করেছে। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
স্মারকলিপিতে জেলার হাসপাতালগুলোতে সাপের কামড়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় এন্টিভেনামের সংকট দূর করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ীভাবে পর্যাপ্ত মজুত রাখার অনুরোধ জানানো হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, জেলা পর্যায়ে কার্যকর এন্টিভেনাম সরবরাহ নিশ্চিত হলে সাধারণ মানুষের চিকিৎসা সেবা আরও সহজ ও নিরাপদ হবে।
উল্লেখ্য, বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানের জন্য TEER ২০২১ সালে জাতীয় পদকে ভূষিত হয়। এ সম্মানের পর সংগঠনটি আরও গতিশীলভাবে পরিবেশ রক্ষা, বন্যপ্রাণী উদ্ধার, গবেষণা এবং গণসচেতনতা বৃদ্ধির কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
২০১৯ সাল থেকে TEER গাইবান্ধা সরকারি কলেজ শাখা স্থানীয় পর্যায়ে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, যা জনসাধারণের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
স্বারকলিপি প্রদান অনুষ্ঠানে TEER গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মোশারফ হোসেন, সাবেক সভাপতি জিসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ, প্রচার সম্পাদক মেজবাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
TEER নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও তারা পরিবেশ, বন্যপ্রাণী সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় তাদের কার্যক্রম আরও শক্তিশালীভাবে চালিয়ে যাবে।
নিজস্ব প্রতিবেদক 














