
ভারত থেকে পুশ-ইনের শিকার গর্ভবর্তী নারী সোনালি খাতুন অবশেষে নিজ দেশে ফিরেছেন। বাংলাদেশের কারাগারে প্রায় চার মাস আটক থাকার পর সোনালি খাতুন এবং তার আট বছরের সন্তান সাব্বির শেখকে বিএসএফ এর কাছে হস্তান্তর করেছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাদেরকে ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে তুলে দেওয়া হয়।
বিজিবি জানিয়েছে, মানবিক কারনে আদালতের নির্দেশনা অনুযায়ী গর্ভবতী নারী সোনালি খাতুন এবং তার ছেলেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সোনালি খাতুনের সঙ্গে আরও যে চারজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করা হয়েছিল তাদেরকেও ফেরত পাঠানোর চেষ্টা চলছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
এর আগে গত পহেলা ডিসেম্বর ফারুক হোসেন নামে স্থানীয় এক ব্যক্তির জিম্মায় সোনালি খাতুন এবং তার সন্তানকে জামিন দেয় চাঁপাইনবাবগঞ্জের আদালত। একই সঙ্গে পুশ-ইনের শিকার অন্য চারজনকেও সেদিন জামিন দেওয়া হয়।
ওই দিন আদালত নির্দেশনা দিয়েছিল যে, মানবিক বিবেচনায় ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ করে সোনালি খাতুনসহ বাকিদেরকে তাদের দেশে ফেরত পাঠানো যেতে পারে।
গর্ভবতী নারী সোনালি খাতুনকে বাংলাদেশে পুশ ইনের বিষয়টি সামনে আসার পর থেকেই এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছিল বাংলাদেশ-ভারত দুই দেশেই।
এই ঘটনায় একাধিক মামলা চলছে ভারতের কলকাতা ও দিল্লি হাইকোর্টেও।
নিজস্ব প্রতিবেদক 


















