
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মইদুল ইসলাম আলসা নামে এক চা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মইদুল ইসলাম আলসা উপজেলা রহরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নজির সরদারের ছেলে।
স্থানীয়রা জানায়, মইদুল ইসলাম আলসারের উপজেলার হরিরামপুর ইউনিয়নের শিবের বাজারে একটি চায়ের দোকান আছে। প্রতিদিন সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চা বিক্রি করে। বৃহস্পতিবার সকালে কে বা কারা তাকে হত্যা করে মরদেহ রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের পেছনে ফেলে যায়।

সকালে এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, “সকালে আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”
নিজস্ব প্রতিবেদক 















