মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধা সরকারি কলেজে ছাত্রশিবিরের বর্ণাঢ্য নবীনবরণ ও ক্যারিয়ার গাইডেন্স অনুষ্ঠিত

গাইবান্ধা সরকারি কলেজের নতুন শিক্ষার্থীদের স্বপ্নযাত্রাকে শক্ত ভিত্তি দিতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডেন্স অনুষ্ঠান। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকাল ০৯ টায় কলেজ মাঠে উৎসবের আমেজে জমে ওঠে ১১৫০ জন  শিক্ষার্থীর মিলনমেলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।  তিনি নবীন শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে বলেন,
“জীবনের নতুন অধ্যায়ে তোমাদের প্রতিটি সিদ্ধান্ত ভবিষ্যতের বাংলাদেশকে এগিয়ে নেবে। তাই লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে। দক্ষতা, চরিত্র ও নেতৃত্ব—এই তিনটি গুণ অর্জন করলেই তোমরা বিশ্ববুকে জায়গা করে নিতে পারবে।”তিনি পাঠ্যপুস্তকের পাশাপাশি আধুনিক প্রযুক্তি, ক্যারিয়ার পরিকল্পনা, উদ্যোক্তা মানসিকতা ও নৈতিকতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।

নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, শিক্ষার্থীরা যেন শুরু থেকেই সময় ব্যবস্থাপনা, সঠিক দিকনির্দেশনা ও ইতিবাচক মনোভাব গড়ে তোলে—এটাই এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য। তারা ক্যাম্পাসকে সহিংসতা ও নেতিবাচক রাজনীতিমুক্ত রেখে শিক্ষার পরিবেশ সমৃদ্ধ করার আহ্বান জানান।

নবীনবরণ উপলক্ষে নবীনদের ফুলেল শুভেচ্ছা, শিক্ষাবিষয়ক আলোচনা, অনুপ্রেরণামূলক বক্তব্য এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উচ্ছাসমুখর। নতুনদের স্বাগত জানাতে সিনিয়র শিক্ষার্থীরাও তাদের অভিজ্ঞতা ও ক্যারিয়ার পরামর্শ শেয়ার করেন।

এদিকে গাইবান্ধা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শত শত নবীন শিক্ষার্থীর অংশগ্রহণে কলেজ মাঠ ছিল উৎসবে মুখরিত। শিক্ষার্থীরা জানান, নতুন পরিবেশে এই ধরনের দিকনির্দেশনামূলক অনুষ্ঠান তাদের আত্মবিশ্বাস ও প্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে। অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের জেলা ও কলেজ শাখার শীর্ষ নেতৃবৃন্দরা  উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

ইউথ ক্লাইমেট স্মল গ্র্যান্ট অ্যাওয়ার্ড ২০২৫ পেল সৃজনশীল গাইবান্ধা  

গাইবান্ধা সরকারি কলেজে ছাত্রশিবিরের বর্ণাঢ্য নবীনবরণ ও ক্যারিয়ার গাইডেন্স অনুষ্ঠিত

প্রকাশের সময়: ০৬:০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

গাইবান্ধা সরকারি কলেজের নতুন শিক্ষার্থীদের স্বপ্নযাত্রাকে শক্ত ভিত্তি দিতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডেন্স অনুষ্ঠান। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকাল ০৯ টায় কলেজ মাঠে উৎসবের আমেজে জমে ওঠে ১১৫০ জন  শিক্ষার্থীর মিলনমেলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।  তিনি নবীন শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে বলেন,
“জীবনের নতুন অধ্যায়ে তোমাদের প্রতিটি সিদ্ধান্ত ভবিষ্যতের বাংলাদেশকে এগিয়ে নেবে। তাই লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে। দক্ষতা, চরিত্র ও নেতৃত্ব—এই তিনটি গুণ অর্জন করলেই তোমরা বিশ্ববুকে জায়গা করে নিতে পারবে।”তিনি পাঠ্যপুস্তকের পাশাপাশি আধুনিক প্রযুক্তি, ক্যারিয়ার পরিকল্পনা, উদ্যোক্তা মানসিকতা ও নৈতিকতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।

নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, শিক্ষার্থীরা যেন শুরু থেকেই সময় ব্যবস্থাপনা, সঠিক দিকনির্দেশনা ও ইতিবাচক মনোভাব গড়ে তোলে—এটাই এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য। তারা ক্যাম্পাসকে সহিংসতা ও নেতিবাচক রাজনীতিমুক্ত রেখে শিক্ষার পরিবেশ সমৃদ্ধ করার আহ্বান জানান।

নবীনবরণ উপলক্ষে নবীনদের ফুলেল শুভেচ্ছা, শিক্ষাবিষয়ক আলোচনা, অনুপ্রেরণামূলক বক্তব্য এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উচ্ছাসমুখর। নতুনদের স্বাগত জানাতে সিনিয়র শিক্ষার্থীরাও তাদের অভিজ্ঞতা ও ক্যারিয়ার পরামর্শ শেয়ার করেন।

এদিকে গাইবান্ধা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শত শত নবীন শিক্ষার্থীর অংশগ্রহণে কলেজ মাঠ ছিল উৎসবে মুখরিত। শিক্ষার্থীরা জানান, নতুন পরিবেশে এই ধরনের দিকনির্দেশনামূলক অনুষ্ঠান তাদের আত্মবিশ্বাস ও প্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে। অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের জেলা ও কলেজ শাখার শীর্ষ নেতৃবৃন্দরা  উপস্থিত ছিলেন।