বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফুলছড়িতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে মারধরের শিকার যুবকের আত্মহত্যা

গাইবান্ধার ফুলছড়িতে চিরকুট লিখে রিয়াদ হোসেন (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। এর আগে মঙ্গলবার রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে তার পরিবারের সদস্যদের মারধরের শিকার হয় রিয়াদ।

 

বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কঞ্চিপাড়া এলাকার নিজ বাড়ির বাথরুমের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানান, সকালে রিয়াদকে তাদের বাথরুমে ভেতর গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে থাকতে দেখতে পান স্বজনরা।

 

 

পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় নিহত রিয়াদের কাছ থেকে একটি চিরকুট পাওয়া যায়।

এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই যুবককে আত্মহত্যা প্ররোচনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করে তাদের আইনের আওতায় আনা হবে।

জনপ্রিয়

ইউথ ক্লাইমেট স্মল গ্র্যান্ট অ্যাওয়ার্ড ২০২৫ পেল সৃজনশীল গাইবান্ধা  

ফুলছড়িতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে মারধরের শিকার যুবকের আত্মহত্যা

প্রকাশের সময়: ০৫:১৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

গাইবান্ধার ফুলছড়িতে চিরকুট লিখে রিয়াদ হোসেন (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। এর আগে মঙ্গলবার রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে তার পরিবারের সদস্যদের মারধরের শিকার হয় রিয়াদ।

 

বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কঞ্চিপাড়া এলাকার নিজ বাড়ির বাথরুমের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানান, সকালে রিয়াদকে তাদের বাথরুমে ভেতর গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে থাকতে দেখতে পান স্বজনরা।

 

 

পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় নিহত রিয়াদের কাছ থেকে একটি চিরকুট পাওয়া যায়।

এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই যুবককে আত্মহত্যা প্ররোচনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করে তাদের আইনের আওতায় আনা হবে।