মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির আগে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

Source BBC: “এই একটা গাড়িই আমার সম্বল ছিল। আমি এখন একবারে পথে বইসা গেছি। এই গাড়ি ছাড়া আমার চলার কোনো পথ নাই। কে বা কারা এই কাজ করছে আমরা জানি না। আমার গাড়ির সাথে কারো কোনো শত্রুতা নাই, কোনো রাজনৈতিক দলের সাথেও জড়িত না আমি”।

এই কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন আজ ভোরে আশুলিয়ায় আলীফ পরিবহনের যে বাসটিতে আগুন দেওয়া হয়েছে সেটির মালিক মো. সোহেল।

বুধবার ভোরে পৌনে চারটার দিকে বাসটিতে অগুন লাগিয়ে দেওয়া হলে এটি পুড়ে কয়লা হয়ে যায়। এ ঘটনায় দোষীদের বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন বাসটির মালিক।

শুধু আশুলিয়াতেই নয়, গাজীপুরেও তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় আজ বুধবারসহ তিনদিন ধরে অন্তত ১৩টি বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পরিবহন শ্রমিক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জীবনে এসব ঘটনা প্রভাব পড়েছে।

এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বুধবার জানিয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি।

ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবি সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

২০২৪ সালের অগাস্টের আন্দোলনের সময় সংঘটিত ‘মানবতাবিরোধী অপরাধের ঘটনায়’ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় কবে হবে সেটি আগামীকাল বৃহস্পতিবার নির্ধারণ করার কথা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের।

এরই মধ্য বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করায় বৃহস্পতিবার ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

অন্যদিকে আওয়ামী লীগ নেতারা দাবি করছেন, পরিস্থিতি যাই হোক না কেন তারা এ কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেবেন।

এই পরিস্থিতিতে স্কুলসহ বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে বৃহস্পতিবার অনলাইন ক্লাস নেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।

জনপ্রিয়

ইউথ ক্লাইমেট স্মল গ্র্যান্ট অ্যাওয়ার্ড ২০২৫ পেল সৃজনশীল গাইবান্ধা  

আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির আগে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

প্রকাশের সময়: ০২:৩৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

Source BBC: “এই একটা গাড়িই আমার সম্বল ছিল। আমি এখন একবারে পথে বইসা গেছি। এই গাড়ি ছাড়া আমার চলার কোনো পথ নাই। কে বা কারা এই কাজ করছে আমরা জানি না। আমার গাড়ির সাথে কারো কোনো শত্রুতা নাই, কোনো রাজনৈতিক দলের সাথেও জড়িত না আমি”।

এই কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন আজ ভোরে আশুলিয়ায় আলীফ পরিবহনের যে বাসটিতে আগুন দেওয়া হয়েছে সেটির মালিক মো. সোহেল।

বুধবার ভোরে পৌনে চারটার দিকে বাসটিতে অগুন লাগিয়ে দেওয়া হলে এটি পুড়ে কয়লা হয়ে যায়। এ ঘটনায় দোষীদের বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন বাসটির মালিক।

শুধু আশুলিয়াতেই নয়, গাজীপুরেও তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় আজ বুধবারসহ তিনদিন ধরে অন্তত ১৩টি বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পরিবহন শ্রমিক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জীবনে এসব ঘটনা প্রভাব পড়েছে।

এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বুধবার জানিয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি।

ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবি সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

২০২৪ সালের অগাস্টের আন্দোলনের সময় সংঘটিত ‘মানবতাবিরোধী অপরাধের ঘটনায়’ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় কবে হবে সেটি আগামীকাল বৃহস্পতিবার নির্ধারণ করার কথা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের।

এরই মধ্য বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করায় বৃহস্পতিবার ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

অন্যদিকে আওয়ামী লীগ নেতারা দাবি করছেন, পরিস্থিতি যাই হোক না কেন তারা এ কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেবেন।

এই পরিস্থিতিতে স্কুলসহ বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে বৃহস্পতিবার অনলাইন ক্লাস নেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।