বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় মাছ খাওয়ায় বিড়ালকে হত্যার অভিযোগে নারী গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘি উপজেলায় মাছ খাওয়ায় ক্ষিপ্ত হয়ে বিড়ালকে গলা কেটে হত্যায় জড়িত সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

উপজেলার নসরতপুর ইউনিয়নের দত্তবাড়ীয়া গুচ্ছগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার আদমদীঘি থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান জানান।

গ্রেপ্তার বুলবুলি (২৬) গুচ্ছগ্রামের খোকা মিয়ার মেয়ে।

এ ঘটনায় বুধবার বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন মামলা করেন।

মামলার বরাতে পুলিশ জানায়, কয়েকদিন আগে একটি বিড়াল বুলবুলির ঘরে ঢুকে মাছ খেয়ে ফেলে। এতে তিনি ক্ষিপ্ত ছিলেন। মঙ্গলবার দুপুরে বিড়ালটি আবার ঘরে ঢুকলে তিনি ধরে ফেলেন। পরে বটি দিয়ে গলা কেটে বিড়ালটিকে পাশের ধান ক্ষেতে ফেলে দেন।

বিষয়টি জানার পর মালিক প্রতিবেশী শামছুন্নাহার মিনা বিড়ালটির মরদেহ বাড়িতে এনে পুলিশ ও বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে খবর দেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা তৈরি হয়।

আদমদীঘি থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বিকালে বুলবুলিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিড়ালটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে।

জনপ্রিয়

ইউথ ক্লাইমেট স্মল গ্র্যান্ট অ্যাওয়ার্ড ২০২৫ পেল সৃজনশীল গাইবান্ধা  

বগুড়ায় মাছ খাওয়ায় বিড়ালকে হত্যার অভিযোগে নারী গ্রেপ্তার

প্রকাশের সময়: ০৫:০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

বগুড়ার আদমদীঘি উপজেলায় মাছ খাওয়ায় ক্ষিপ্ত হয়ে বিড়ালকে গলা কেটে হত্যায় জড়িত সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

উপজেলার নসরতপুর ইউনিয়নের দত্তবাড়ীয়া গুচ্ছগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার আদমদীঘি থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান জানান।

গ্রেপ্তার বুলবুলি (২৬) গুচ্ছগ্রামের খোকা মিয়ার মেয়ে।

এ ঘটনায় বুধবার বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন মামলা করেন।

মামলার বরাতে পুলিশ জানায়, কয়েকদিন আগে একটি বিড়াল বুলবুলির ঘরে ঢুকে মাছ খেয়ে ফেলে। এতে তিনি ক্ষিপ্ত ছিলেন। মঙ্গলবার দুপুরে বিড়ালটি আবার ঘরে ঢুকলে তিনি ধরে ফেলেন। পরে বটি দিয়ে গলা কেটে বিড়ালটিকে পাশের ধান ক্ষেতে ফেলে দেন।

বিষয়টি জানার পর মালিক প্রতিবেশী শামছুন্নাহার মিনা বিড়ালটির মরদেহ বাড়িতে এনে পুলিশ ও বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে খবর দেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা তৈরি হয়।

আদমদীঘি থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বিকালে বুলবুলিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিড়ালটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে।