মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা

আবু তালহা রায়হান  : দেশের মূলধারার গণমাধ্যমে দিন দিন বাড়ছে কওমি মাদ্রাসা থেকে শিক্ষালাভ করা আলেমদের উপস্থিতি। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাংবাদিকতা পেশায় নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে চলেছেন তারা। প্রিন্ট, টেলিভিশন, অনলাইন ও ডিজিটাল মিডিয়া— সব মাধ্যমেই দেখা যাচ্ছে কওমি মাদ্রাসাপড়ুয়া আলেম সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ।

অনেকে কওমি শিক্ষাব্যবস্থাকে মূলধারার বাইরে মনে করলেও, সাম্প্রতিক বছরগুলোতে এই ধারার শিক্ষিত তরুণদের মিডিয়া জগতে প্রবেশ নতুন দিগন্ত খুলে দিচ্ছে। কেউ সংবাদ সম্পাদনা করছেন, কেউ রিপোর্টিং বা প্রোগ্রাম প্রযোজনায় যুক্ত, আবার কেউ প্রতিষ্ঠা করছেন স্বতন্ত্র ধারার অনলাইন পোর্টালও। গণমাধ্যমে নৈতিকতা, ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে তারা সাংবাদিকতাকে আরও দায়িত্বশীলভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন।

বিশেষজ্ঞরা বলছেন, সংবাদকক্ষ আজ কেবল খবর পরিবেশনের স্থান নয়, এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। এই প্রভাবশালী অঙ্গনে কওমি আলেমদের অংশগ্রহণ নিঃসন্দেহে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।

বিশ্বায়নের এই সময়ে সংবাদকক্ষের ব্যস্ত পরিবেশে যারা কওমি ঘরানার শিক্ষার আলো নিয়ে দ্যুতি ছড়াচ্ছেন, সেসব আলেম সাংবাদিকের সংক্ষিপ্ত পরিচিতি নিয়েই আজকের প্রতিবেদন।

মাওলানা উবায়দুর রহমান খান নদভী

সিনিয়র সহকারী সম্পাদক, দৈনিক ইনকিলাব

প্রখ্যাত আলেম সাংবাদিক মাওলানা উবায়দুর রহমান খান নদভী ১৯৮৩ সালে কিশোরগঞ্জের আল জামিয়া ইমদাদিয়া থেকে কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন। এরপর ১৯৮৪ সালে পটিয়া মাদ্রাসা থেকে আরবি ভাষা ও সাহিত্যে উচ্চতর লেখাপড়া শেষ করেন। ১৯৯৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএ (মাস্টার্স) ডিগ্রিও লাভ করেন। বর্তমানে তিনি দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কওমি মাদ্রাসাকেন্দ্রিক শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালকের দায়িত্বে রয়েছেন।

 

মাওলানা লিয়াকত আলী

সিনিয়র সহসম্পাদক, দৈনিক নয়া দিগন্ত

খ্যাতনামা আলেম সাংবাদিক মাওলানা লিয়াকত আলী রাজধানীর জামিয়া কোরআনিয়া লালবাগ থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পাশাপাশি এসএসসিতে যশোর বোর্ডে মেধাতালিকায় ৬ষ্ঠ স্থান ও এইচএসসিতে ঢাকা বোর্ডে ৭ম স্থান লাভ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় বিএ (অনার্স) ও এমএ (মাস্টার্স) সম্পন্ন করেন। বর্তমানে তিনি দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সহসম্পাদক হিসেবে কর্মরত আছেন। এছাড়া মিরপুরের মাদ্রাসা দারুর রাশাদের শিক্ষা সচিব ও জামিয়া রহমানিয়া ঢাকার সিনিয়র মুহাদ্দিস হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মুফতি এনায়েতুল্লাহ

সহকারী সম্পাদক, বার্তা২৪.কম

বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি মুফতি এনায়েতুল্লাহ মিরপুরের জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ থেকে ২০০০ সালে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন। পরের বছর একই প্রতিষ্ঠান থেকে ইফতাও (উচ্চতর ইসলামী আইন গবেষণা) সম্পন্ন করেন। ইসলামী অঙ্গনের জনপ্রিয় এই সাংবাদিক কাজ করেছেন দৈনিক সমকাল, বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম ও দেশ রূপান্তরসহ একাধিক মিডিয়ায়। বর্তমানে তিনি বার্তা টোয়েন্টিফোর ডটকমের সহকারী সম্পাদক হিসেবে কর্মরত।

মাওলানা জহির উদ্দিন বাবর

প্রধান বার্তা সম্পাদক, ঢাকা মেইল

মাওলানা জহির উদ্দিন বাবর ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পরে মিরপুরের মাদ্রাসা দারুর রাশাদ থেকে সাহিত্য-সাংবাদিকতায় বিশেষ কোর্স গ্রহণ করেন। পাশাপাশি সরকারি কবি নজরুল কলেজ থেকে ইসলামিক স্টাডিজ বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন। বর্তমানে তিনি প্রথম সারির অনলাইন সংবাদমাধ্যম ঢাকা মেইলের প্রধান বার্তা সম্পাদক হিসেবে কর্মরত।

হাফিজ মাওলানা মাসউদুল কাদির

ইসলাম বিভাগীয় প্রধান, দৈনিক প্রতিদিনের সংবাদ

সংবাদ ও সাংবাদিকতার জগতে প্রায় দুই যুগ পার করা হাফিজ মাসউদুল কাদির দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম থেকে। অনার্স ও মাস্টার্স করেছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে। পড়াশোনা শেষ করে মিডিয়ায় পা রেখেই আলেম সাংবাদিক হিসেবে বেশ সুনাম লাভ করেন তিনি। কাজ করেছেন দৈনিক আমার বার্তা, দৈনিক প্রভাতসহ একাধিক গণমাধ্যমে। পাশাপাশি ইমাম বাতায়ন-এর সম্পাদকীয় বোর্ডের সদস্যও ছিলেন। বর্তমানে তিনি দৈনিক প্রতিদিনের সংবাদের বিভাগীয় প্রধান (ইসলাম) হিসেবে দায়িত্বরত।

মাওলানা মিরাজ রহমান

বিভাগীয় প্রধান (ইসলাম), দৈনিক খবরের কাগজ

মাওলানা মিরাজ রহমান দাওরায়ে হাদিস সম্পন্ন করেন রাজধানীর লালবাগ মাদ্রাসা থেকে। পড়েছেন জেনারেল শিক্ষাও। দেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামবিষয়ক অনলাইন পোর্টাল ‘প্রিয় ইসলাম’-এর সৃষ্টি ও পথচলা তারই হাতে। প্রোডাক্টিভ মুসলিম, মুসলিম সভ্যতার ১০০১ আবিষ্কার ও দ্য গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মাদ (সা.) তার বেস্টসেলার বই। বর্তমানে তিনি দৈনিক খবরের কাগজের ইসলাম বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন।

মুফতি কাসেম শরীফ

বিভাগীয় প্রধান (ইসলাম), কালের কণ্ঠ

মুফতি কাসেম শরীফ দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন ঐতিহ্যবাহী পটিয়া মাদ্রাসা থেকে। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আরবিতে অনার্স-মাস্টার্স করেছেন। বর্তমানে দৈনিক কালের কণ্ঠের ইসলামী জীবন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নিউজ টুয়েন্টিফোরের নিয়মিত আয়োজন আলোকিত প্রতিদিনের সঞ্চালকও তিনি।

মুফতি সাইফুল ইসলাম

উপস্থাপক, নেক্সাস টেলিভিশন

দেশের জনপ্রিয় রিয়েলিটি শো ‘আলোকিত জ্ঞানী’-এর উপস্থাপক মুফতি সাইফুল ইসলাম ২০০০ সালে দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন চট্টগ্রামের মুঈনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসা থেকে। এরপর ২০০২ সালে ইফতাও সম্পন্ন করেন তিনি। কর্মজীবনের শুরু থেকেই একাধিক টিভি চ্যানেলে উপস্থাপক হিসেবে কাজ করেছেন মেধাবী এই আলেম। বর্তমানে তিনি নেক্সাস টেলিভিশনে প্রোগ্রাম কোঅর্ডিনেটর (ইসলামিক) হিসেবে দায়িত্বরত। পাশাপাশি ধানমন্ডির বিখ্যাত মসজিদ উত তাকওয়ার খতিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মাওলানা আলী হাসান তৈয়ব

বিভাগীয় প্রধান (ইসলাম), আমার দেশ

মাওলানা আলী হাসান তৈয়ব মিরপুরের জামেউল উলুম থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। এরপর আল মারকাযুল ইসলামি থেকে আদব ও মাদ্রাসা দারুর রাশাদ মিরপুর থেকে সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ কোর্স গ্রহণ করেন। ইসলামের শাশ্বত জীবনদর্শন বাঙালি পাঠকসমাজের কাছে সহজভাবে তুলে ধরার পুণ্যব্রত হাতে নেওয়া এই আলেম বর্তমানে দৈনিক আমার দেশের ইসলাম বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন। পাশাপাশি আন-নুর জামে মসজিদের খতিব এবং মাদ্রাসা আবু রাফের মুহতামিম হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

মাওলানা তোফায়েল গাজালি

বিভাগীয় প্রধান (ইসলাম), দৈনিক যুগান্তর

মাওলানা তোফায়েল গাজালির পড়ালেখার হাতেখড়ি সিলেটের কানাইঘাট উপজেলার নিজ এলাকায়। এরপর মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ২০১০ সালে রাজধানীর ইসলামবাগ মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। ২০১২ সালে দৈনিক স্বাধীন বাংলায় সহসম্পাদক হিসেবে যোগদানের মাধ্যমে পেশাদার সাংবাদিকতায় পা রাখেন তিনি। বর্তমানে তিনি দৈনিক যুগান্তরের ইসলাম বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

মুফতি আবদুল্লাহ তামিম

বিভাগীয় প্রধান (ইসলাম), সময় টেলিভিশন

মুফতি আবদুল্লাহ তামিম দাওরায়ে হাদিস শেষ করেন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা থেকে। এরপর জামিয়া শায়েখ জাকারিয়া কাঁচকুড়া উত্তরা মাদ্রাসায় ইফতা পড়েন। পাশাপাশি ঢাকা আলিয়া থেকে কামিল ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে বিএ (অনার্স) করেছেন। বর্তমানে সময় টেলিভিশনের ইসলাম বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন তিনি।

লিয়াকত আমিনী

বিভাগীয় প্রধান (মফস্বল), দেশকাল নিউজ

লিয়াকত আমিনীর প্রাথমিক পড়াশোনা ময়মনসিংহে। এরপর রাজধানীর আজিমপুরের ফয়জুল উলুম মাদ্রাসাসহ বেশ কয়েকটি মাদ্রাসায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করেন। ১৯৮৯ সালে তিনি লালবাগের জামেয়া কোরআনিয়ায় দাওরায়ে হাদিস জামাতে ভর্তি হন। ওই বছর আলিয়া মাদ্রাসা থেকে আলেম (এইচএসসি) পাস করেন। সবশেষ ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে এমএ সম্পন্ন করেন তিনি। কর্মজীবনের শুরু থেকেই মূলধারার বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন আমিনী। বর্তমানে তিনি দেশকাল নিউজের বিভাগীয় প্রধান (মফস্বল) হিসেবে কর্মরত।

মুফতি আমিন ইকবাল

বিভাগীয় প্রধান (ইসলাম), দৈনিক সময়ের আলো

২০১২ সালে রাজধানীর জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে দাওরায়ে হাদিস পাস করেন মুফতি আমিন ইকবাল। পরের বছর মিরপুরের খাদিমুল ইসলাম মাদ্রাসা থেকে ইফতা সম্পন্ন করেন। পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অনার্সে অধ্যয়ন করেছেন। কর্মজীবনের শুরু থেকেই মূলধারার একাধিক গণমাধ্যমে কাজ করেছেন তরুণ এই আলেম। বর্তমানে তিনি দৈনিক সময়ের আলোর বিভাগীয় প্রধান (ইসলাম) হিসেবে কর্মরত।

হাফিজ মাওলানা মহিম মাহফুজ

সাহিত্য সম্পাদক, আমার দেশ

বাংলাদেশের উম্মুল মাদারিসখ্যাত মুঈনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন হাফিজ মাওলানা মহিম মাহফুজ। এরপর আরবি ভাষা ও সাহিত্যে পড়াশোনার পাশাপাশি বাংলা সাহিত্যেও অনার্স করেছেন তিনি। কর্মজীবনের শুরু থেকে কাজ করেছেন একাধিক গণমাধ্যমে। বর্তমানে তিনি দৈনিক আমার দেশের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মুফতি মুহাম্মদ মর্তুজা

সহসম্পাদক, দৈনিক কালের কণ্ঠ

মুফতি মুহাম্মদ মর্তুজা বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আল জামিয়াতুল ইসলামিয়াতে প্রাথমিক থেকে শুরু করে দাওরায়ে হাদিস (মাস্টার্স) পর্যন্ত পড়াশোনা করেছেন। একই প্রতিষ্ঠান থেকে ইফতাও সম্পন্ন করেন। এরপর ২০১৩ সালের রমজানে ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরার ফতোয়া সংকলন প্রকল্পে যোগ দেন মর্তুজা। ২০১৯ সালের ১ এপ্রিল যোগ দেন দৈনিক কালের কণ্ঠে। বর্তমানে তিনি এখানেই কর্মরত (সহসম্পাদক)।

মাওলানা আতাউর রহমান খসরু

সহসম্পাদক, দৈনিক কালের কণ্ঠ

মাওলানা আতাউর রহমান খসরু রাজধানীর মোহাম্মদপুরের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে তাকমিল (দাওরা হাদিস) সম্পন্ন করেন। ইফতা পড়েন চৌধুরীপাড়ার শেখ জনুরুদ্দিন (রহ.) দারুল কুরআন মাদ্রাসায়। এরপর মিরপুরের মাদ্রাসা দারুর রাশাদে দুই বছর সাহিত্য ও সাংবাদিকতা পড়েন। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে দৈনিক কালের কণ্ঠে সহসম্পাদক পদে কর্মরত তিনি।

মাওলানা মনযূরুল হক

বিভাগীয় প্রধান (ইসলাম),দৈনিক প্রথম আলো

মাওলানা মনযূরুল হক বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তাকমিল এবং ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ২০১৫ সালে বাংলা ভাষার সবচেয়ে বড় ব্লগ ‘সামহোয়্যার ইন ব্লগ’থেকে সেরা ফিচার লেখক সম্মাননা লাভ করেন তিনি। বর্তমানে দৈনিক প্রথম আলোতে সহসম্পাদক (ইসলাম) হিসেবে দায়িত্ব পালন করছেন মেধাবী এই আলেম সাংবাদিক।

জনপ্রিয়

ইউথ ক্লাইমেট স্মল গ্র্যান্ট অ্যাওয়ার্ড ২০২৫ পেল সৃজনশীল গাইবান্ধা  

পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা

প্রকাশের সময়: ০২:১৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

আবু তালহা রায়হান  : দেশের মূলধারার গণমাধ্যমে দিন দিন বাড়ছে কওমি মাদ্রাসা থেকে শিক্ষালাভ করা আলেমদের উপস্থিতি। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাংবাদিকতা পেশায় নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে চলেছেন তারা। প্রিন্ট, টেলিভিশন, অনলাইন ও ডিজিটাল মিডিয়া— সব মাধ্যমেই দেখা যাচ্ছে কওমি মাদ্রাসাপড়ুয়া আলেম সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ।

অনেকে কওমি শিক্ষাব্যবস্থাকে মূলধারার বাইরে মনে করলেও, সাম্প্রতিক বছরগুলোতে এই ধারার শিক্ষিত তরুণদের মিডিয়া জগতে প্রবেশ নতুন দিগন্ত খুলে দিচ্ছে। কেউ সংবাদ সম্পাদনা করছেন, কেউ রিপোর্টিং বা প্রোগ্রাম প্রযোজনায় যুক্ত, আবার কেউ প্রতিষ্ঠা করছেন স্বতন্ত্র ধারার অনলাইন পোর্টালও। গণমাধ্যমে নৈতিকতা, ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে তারা সাংবাদিকতাকে আরও দায়িত্বশীলভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন।

বিশেষজ্ঞরা বলছেন, সংবাদকক্ষ আজ কেবল খবর পরিবেশনের স্থান নয়, এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। এই প্রভাবশালী অঙ্গনে কওমি আলেমদের অংশগ্রহণ নিঃসন্দেহে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।

বিশ্বায়নের এই সময়ে সংবাদকক্ষের ব্যস্ত পরিবেশে যারা কওমি ঘরানার শিক্ষার আলো নিয়ে দ্যুতি ছড়াচ্ছেন, সেসব আলেম সাংবাদিকের সংক্ষিপ্ত পরিচিতি নিয়েই আজকের প্রতিবেদন।

মাওলানা উবায়দুর রহমান খান নদভী

সিনিয়র সহকারী সম্পাদক, দৈনিক ইনকিলাব

প্রখ্যাত আলেম সাংবাদিক মাওলানা উবায়দুর রহমান খান নদভী ১৯৮৩ সালে কিশোরগঞ্জের আল জামিয়া ইমদাদিয়া থেকে কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন। এরপর ১৯৮৪ সালে পটিয়া মাদ্রাসা থেকে আরবি ভাষা ও সাহিত্যে উচ্চতর লেখাপড়া শেষ করেন। ১৯৯৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএ (মাস্টার্স) ডিগ্রিও লাভ করেন। বর্তমানে তিনি দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কওমি মাদ্রাসাকেন্দ্রিক শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালকের দায়িত্বে রয়েছেন।

 

মাওলানা লিয়াকত আলী

সিনিয়র সহসম্পাদক, দৈনিক নয়া দিগন্ত

খ্যাতনামা আলেম সাংবাদিক মাওলানা লিয়াকত আলী রাজধানীর জামিয়া কোরআনিয়া লালবাগ থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পাশাপাশি এসএসসিতে যশোর বোর্ডে মেধাতালিকায় ৬ষ্ঠ স্থান ও এইচএসসিতে ঢাকা বোর্ডে ৭ম স্থান লাভ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় বিএ (অনার্স) ও এমএ (মাস্টার্স) সম্পন্ন করেন। বর্তমানে তিনি দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সহসম্পাদক হিসেবে কর্মরত আছেন। এছাড়া মিরপুরের মাদ্রাসা দারুর রাশাদের শিক্ষা সচিব ও জামিয়া রহমানিয়া ঢাকার সিনিয়র মুহাদ্দিস হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মুফতি এনায়েতুল্লাহ

সহকারী সম্পাদক, বার্তা২৪.কম

বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি মুফতি এনায়েতুল্লাহ মিরপুরের জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ থেকে ২০০০ সালে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন। পরের বছর একই প্রতিষ্ঠান থেকে ইফতাও (উচ্চতর ইসলামী আইন গবেষণা) সম্পন্ন করেন। ইসলামী অঙ্গনের জনপ্রিয় এই সাংবাদিক কাজ করেছেন দৈনিক সমকাল, বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম ও দেশ রূপান্তরসহ একাধিক মিডিয়ায়। বর্তমানে তিনি বার্তা টোয়েন্টিফোর ডটকমের সহকারী সম্পাদক হিসেবে কর্মরত।

মাওলানা জহির উদ্দিন বাবর

প্রধান বার্তা সম্পাদক, ঢাকা মেইল

মাওলানা জহির উদ্দিন বাবর ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পরে মিরপুরের মাদ্রাসা দারুর রাশাদ থেকে সাহিত্য-সাংবাদিকতায় বিশেষ কোর্স গ্রহণ করেন। পাশাপাশি সরকারি কবি নজরুল কলেজ থেকে ইসলামিক স্টাডিজ বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন। বর্তমানে তিনি প্রথম সারির অনলাইন সংবাদমাধ্যম ঢাকা মেইলের প্রধান বার্তা সম্পাদক হিসেবে কর্মরত।

হাফিজ মাওলানা মাসউদুল কাদির

ইসলাম বিভাগীয় প্রধান, দৈনিক প্রতিদিনের সংবাদ

সংবাদ ও সাংবাদিকতার জগতে প্রায় দুই যুগ পার করা হাফিজ মাসউদুল কাদির দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম থেকে। অনার্স ও মাস্টার্স করেছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে। পড়াশোনা শেষ করে মিডিয়ায় পা রেখেই আলেম সাংবাদিক হিসেবে বেশ সুনাম লাভ করেন তিনি। কাজ করেছেন দৈনিক আমার বার্তা, দৈনিক প্রভাতসহ একাধিক গণমাধ্যমে। পাশাপাশি ইমাম বাতায়ন-এর সম্পাদকীয় বোর্ডের সদস্যও ছিলেন। বর্তমানে তিনি দৈনিক প্রতিদিনের সংবাদের বিভাগীয় প্রধান (ইসলাম) হিসেবে দায়িত্বরত।

মাওলানা মিরাজ রহমান

বিভাগীয় প্রধান (ইসলাম), দৈনিক খবরের কাগজ

মাওলানা মিরাজ রহমান দাওরায়ে হাদিস সম্পন্ন করেন রাজধানীর লালবাগ মাদ্রাসা থেকে। পড়েছেন জেনারেল শিক্ষাও। দেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামবিষয়ক অনলাইন পোর্টাল ‘প্রিয় ইসলাম’-এর সৃষ্টি ও পথচলা তারই হাতে। প্রোডাক্টিভ মুসলিম, মুসলিম সভ্যতার ১০০১ আবিষ্কার ও দ্য গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মাদ (সা.) তার বেস্টসেলার বই। বর্তমানে তিনি দৈনিক খবরের কাগজের ইসলাম বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন।

মুফতি কাসেম শরীফ

বিভাগীয় প্রধান (ইসলাম), কালের কণ্ঠ

মুফতি কাসেম শরীফ দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন ঐতিহ্যবাহী পটিয়া মাদ্রাসা থেকে। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আরবিতে অনার্স-মাস্টার্স করেছেন। বর্তমানে দৈনিক কালের কণ্ঠের ইসলামী জীবন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নিউজ টুয়েন্টিফোরের নিয়মিত আয়োজন আলোকিত প্রতিদিনের সঞ্চালকও তিনি।

মুফতি সাইফুল ইসলাম

উপস্থাপক, নেক্সাস টেলিভিশন

দেশের জনপ্রিয় রিয়েলিটি শো ‘আলোকিত জ্ঞানী’-এর উপস্থাপক মুফতি সাইফুল ইসলাম ২০০০ সালে দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন চট্টগ্রামের মুঈনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসা থেকে। এরপর ২০০২ সালে ইফতাও সম্পন্ন করেন তিনি। কর্মজীবনের শুরু থেকেই একাধিক টিভি চ্যানেলে উপস্থাপক হিসেবে কাজ করেছেন মেধাবী এই আলেম। বর্তমানে তিনি নেক্সাস টেলিভিশনে প্রোগ্রাম কোঅর্ডিনেটর (ইসলামিক) হিসেবে দায়িত্বরত। পাশাপাশি ধানমন্ডির বিখ্যাত মসজিদ উত তাকওয়ার খতিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মাওলানা আলী হাসান তৈয়ব

বিভাগীয় প্রধান (ইসলাম), আমার দেশ

মাওলানা আলী হাসান তৈয়ব মিরপুরের জামেউল উলুম থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। এরপর আল মারকাযুল ইসলামি থেকে আদব ও মাদ্রাসা দারুর রাশাদ মিরপুর থেকে সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ কোর্স গ্রহণ করেন। ইসলামের শাশ্বত জীবনদর্শন বাঙালি পাঠকসমাজের কাছে সহজভাবে তুলে ধরার পুণ্যব্রত হাতে নেওয়া এই আলেম বর্তমানে দৈনিক আমার দেশের ইসলাম বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন। পাশাপাশি আন-নুর জামে মসজিদের খতিব এবং মাদ্রাসা আবু রাফের মুহতামিম হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

মাওলানা তোফায়েল গাজালি

বিভাগীয় প্রধান (ইসলাম), দৈনিক যুগান্তর

মাওলানা তোফায়েল গাজালির পড়ালেখার হাতেখড়ি সিলেটের কানাইঘাট উপজেলার নিজ এলাকায়। এরপর মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ২০১০ সালে রাজধানীর ইসলামবাগ মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। ২০১২ সালে দৈনিক স্বাধীন বাংলায় সহসম্পাদক হিসেবে যোগদানের মাধ্যমে পেশাদার সাংবাদিকতায় পা রাখেন তিনি। বর্তমানে তিনি দৈনিক যুগান্তরের ইসলাম বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

মুফতি আবদুল্লাহ তামিম

বিভাগীয় প্রধান (ইসলাম), সময় টেলিভিশন

মুফতি আবদুল্লাহ তামিম দাওরায়ে হাদিস শেষ করেন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা থেকে। এরপর জামিয়া শায়েখ জাকারিয়া কাঁচকুড়া উত্তরা মাদ্রাসায় ইফতা পড়েন। পাশাপাশি ঢাকা আলিয়া থেকে কামিল ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে বিএ (অনার্স) করেছেন। বর্তমানে সময় টেলিভিশনের ইসলাম বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন তিনি।

লিয়াকত আমিনী

বিভাগীয় প্রধান (মফস্বল), দেশকাল নিউজ

লিয়াকত আমিনীর প্রাথমিক পড়াশোনা ময়মনসিংহে। এরপর রাজধানীর আজিমপুরের ফয়জুল উলুম মাদ্রাসাসহ বেশ কয়েকটি মাদ্রাসায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করেন। ১৯৮৯ সালে তিনি লালবাগের জামেয়া কোরআনিয়ায় দাওরায়ে হাদিস জামাতে ভর্তি হন। ওই বছর আলিয়া মাদ্রাসা থেকে আলেম (এইচএসসি) পাস করেন। সবশেষ ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে এমএ সম্পন্ন করেন তিনি। কর্মজীবনের শুরু থেকেই মূলধারার বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন আমিনী। বর্তমানে তিনি দেশকাল নিউজের বিভাগীয় প্রধান (মফস্বল) হিসেবে কর্মরত।

মুফতি আমিন ইকবাল

বিভাগীয় প্রধান (ইসলাম), দৈনিক সময়ের আলো

২০১২ সালে রাজধানীর জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে দাওরায়ে হাদিস পাস করেন মুফতি আমিন ইকবাল। পরের বছর মিরপুরের খাদিমুল ইসলাম মাদ্রাসা থেকে ইফতা সম্পন্ন করেন। পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অনার্সে অধ্যয়ন করেছেন। কর্মজীবনের শুরু থেকেই মূলধারার একাধিক গণমাধ্যমে কাজ করেছেন তরুণ এই আলেম। বর্তমানে তিনি দৈনিক সময়ের আলোর বিভাগীয় প্রধান (ইসলাম) হিসেবে কর্মরত।

হাফিজ মাওলানা মহিম মাহফুজ

সাহিত্য সম্পাদক, আমার দেশ

বাংলাদেশের উম্মুল মাদারিসখ্যাত মুঈনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন হাফিজ মাওলানা মহিম মাহফুজ। এরপর আরবি ভাষা ও সাহিত্যে পড়াশোনার পাশাপাশি বাংলা সাহিত্যেও অনার্স করেছেন তিনি। কর্মজীবনের শুরু থেকে কাজ করেছেন একাধিক গণমাধ্যমে। বর্তমানে তিনি দৈনিক আমার দেশের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মুফতি মুহাম্মদ মর্তুজা

সহসম্পাদক, দৈনিক কালের কণ্ঠ

মুফতি মুহাম্মদ মর্তুজা বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আল জামিয়াতুল ইসলামিয়াতে প্রাথমিক থেকে শুরু করে দাওরায়ে হাদিস (মাস্টার্স) পর্যন্ত পড়াশোনা করেছেন। একই প্রতিষ্ঠান থেকে ইফতাও সম্পন্ন করেন। এরপর ২০১৩ সালের রমজানে ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরার ফতোয়া সংকলন প্রকল্পে যোগ দেন মর্তুজা। ২০১৯ সালের ১ এপ্রিল যোগ দেন দৈনিক কালের কণ্ঠে। বর্তমানে তিনি এখানেই কর্মরত (সহসম্পাদক)।

মাওলানা আতাউর রহমান খসরু

সহসম্পাদক, দৈনিক কালের কণ্ঠ

মাওলানা আতাউর রহমান খসরু রাজধানীর মোহাম্মদপুরের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে তাকমিল (দাওরা হাদিস) সম্পন্ন করেন। ইফতা পড়েন চৌধুরীপাড়ার শেখ জনুরুদ্দিন (রহ.) দারুল কুরআন মাদ্রাসায়। এরপর মিরপুরের মাদ্রাসা দারুর রাশাদে দুই বছর সাহিত্য ও সাংবাদিকতা পড়েন। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে দৈনিক কালের কণ্ঠে সহসম্পাদক পদে কর্মরত তিনি।

মাওলানা মনযূরুল হক

বিভাগীয় প্রধান (ইসলাম),দৈনিক প্রথম আলো

মাওলানা মনযূরুল হক বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তাকমিল এবং ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ২০১৫ সালে বাংলা ভাষার সবচেয়ে বড় ব্লগ ‘সামহোয়্যার ইন ব্লগ’থেকে সেরা ফিচার লেখক সম্মাননা লাভ করেন তিনি। বর্তমানে দৈনিক প্রথম আলোতে সহসম্পাদক (ইসলাম) হিসেবে দায়িত্ব পালন করছেন মেধাবী এই আলেম সাংবাদিক।