
রাজধানীর মেট্রোরেল স্টেশনে কার্ড স্ক্যান করে ভেতরে ঢুকে যদি কোনো যাত্রী যাত্রা না করে বেরিয়ে আসেন, তবে গুনতে হবে ১০০ টাকা জরিমানা। বুধবার মেট্রোরেল কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য নিশ্চিত করেছে।
আগে কোনো যাত্রী স্টেশনে প্রবেশের পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে ভাড়া দিতে হতো না। কিন্তু সংঘবদ্ধ একটি চক্রের কৌশলী জালিয়াতি ঠেকাতে এই নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে যাত্রা না করেও স্টেশন ত্যাগ করলে দিতে হবে নির্ধারিত জরিমানা। ইতোমধ্যে সব স্টেশনে এ সংক্রান্ত নোটিশ টানানো হয়েছে।
ডিএমটিসিএল সূত্র জানায়, সংঘবদ্ধ চক্রটি এমআরটি পাস বা র্যাপিড পাস কার্ড ব্যবহার করে নিয়মিত বিনা ভাড়ায় ভ্রমণ করছিল। তাদের কৌশল ছিল অভিনব- দল বেঁধে কাজ করত তারা। একদল থাকত যাত্রার শুরুতে, আরেক দল গন্তব্য স্টেশনে।
প্রথমে একজন সদস্য স্টেশনে কার্ড স্ক্যান করে প্ল্যাটফর্মে ঢুকত। এরপর সেই কার্ডটি ভেতরে থাকা সঙ্গীর হাতে পৌঁছে দিত। সঙ্গী আবার একই কার্ড স্ক্যান করে বেরিয়ে যেত। ফলে সিস্টেমে দেখা যেত, যাত্রী যে স্টেশন থেকে ঢুকেছে, সেখানেই বের হয়েছে- ফলে কোনো ভাড়া কাটা হতো না।
অন্যদিকে প্রথম ব্যক্তি কার্ড ছাড়াই ট্রেনে উঠে গন্তব্যে পৌঁছে যেত, যেখানে তার সহযোগীরা তাকে বের হতে সাহায্য করত। এভাবে তারা প্রতিদিন অসংখ্যবার বিনা ভাড়ায় যাতায়াত করত।
২০ অক্টোবর থেকে ‘বিনা ভাড়ায় অ্যান্ট্রি-এক্সিট’ সুবিধা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ডিএমটিসিএল। নিয়ম ভাঙলে আর ছাড় নেই- যাত্রা না করেই বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে জরিমানা গুনতে হবে ১০০ টাকা।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে প্রতারণা রোধ করা সম্ভব হবে এবং রাজস্ব ফাঁকি বন্ধ হবে। যাত্রীদের নিয়ম মেনে মেট্রোরেল ব্যবহার করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নিজস্ব প্রতিবেদক 

















