বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার

চট্টগ্রামে হাত-পায়ের রগ কাটা অবস্থায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরের বন্দর থানার আনন্দবাজার আউটার রিংরোড সংলগ্ন সাগরতীরের কাশবনের ভেতর থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর নাম শামীম মকসুদ খান জয় (২৬)। তিনি ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। তাঁর বাড়ি বরিশালে হলেও তিনি চট্টগ্রামের বন্দর আবাসিকের বড়পোল এলাকায় মা-বাবাসহ পরিবারের সঙ্গে বসবাস করতেন।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, স্থানীয় বাসিন্দারা কাশবনের ভেতরে রক্তাক্ত অবস্থায় শামীমকে পড়ে থাকতে দেখে টহলরত পুলিশকে খবর দেন। প্রথমে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। দিবাগত রাত ২টার দিকে পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান জানান, নিহতের দুই হাত ও দুই পায়ের রগ কাটা অবস্থায় লাশ পাওয়া গেছে। দুপুরে শামীমের ফোনে একটি কল আসে। এরপর তিনি চাকরির ইন্টারভিউ দিতে বের হন। তবে মোবাইল ফোনটি তিনি বাসায় রেখে যান।

তিনি বলেন, “এটি আত্মহত্যা, খুন, নাকি ছিনতাইয়ের ঘটনা- সব দিকই তদন্ত করা হচ্ছে। এখনো কোনো ক্লু মেলেনি।”

শামীমের পরিবারও এখনো নিশ্চিত করে বলতে পারছে না, কীভাবে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয়

ইউথ ক্লাইমেট স্মল গ্র্যান্ট অ্যাওয়ার্ড ২০২৫ পেল সৃজনশীল গাইবান্ধা  

চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার

প্রকাশের সময়: ০৩:০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে হাত-পায়ের রগ কাটা অবস্থায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরের বন্দর থানার আনন্দবাজার আউটার রিংরোড সংলগ্ন সাগরতীরের কাশবনের ভেতর থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর নাম শামীম মকসুদ খান জয় (২৬)। তিনি ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। তাঁর বাড়ি বরিশালে হলেও তিনি চট্টগ্রামের বন্দর আবাসিকের বড়পোল এলাকায় মা-বাবাসহ পরিবারের সঙ্গে বসবাস করতেন।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, স্থানীয় বাসিন্দারা কাশবনের ভেতরে রক্তাক্ত অবস্থায় শামীমকে পড়ে থাকতে দেখে টহলরত পুলিশকে খবর দেন। প্রথমে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। দিবাগত রাত ২টার দিকে পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান জানান, নিহতের দুই হাত ও দুই পায়ের রগ কাটা অবস্থায় লাশ পাওয়া গেছে। দুপুরে শামীমের ফোনে একটি কল আসে। এরপর তিনি চাকরির ইন্টারভিউ দিতে বের হন। তবে মোবাইল ফোনটি তিনি বাসায় রেখে যান।

তিনি বলেন, “এটি আত্মহত্যা, খুন, নাকি ছিনতাইয়ের ঘটনা- সব দিকই তদন্ত করা হচ্ছে। এখনো কোনো ক্লু মেলেনি।”

শামীমের পরিবারও এখনো নিশ্চিত করে বলতে পারছে না, কীভাবে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।