শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ব্যবসায়ী হত্যা মামলায় রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান কারাগারে

গাইবান্ধা সদর উপজেলার বালুয়া বাজারে ব্যবসায়ী রোকনুজ্জামান ওরফে রোকন সরদার হত্যা মামলায় রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মোসাব্বির হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

 

রোববার (১২ অক্টোবর) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাহাঙ্গীর আলম এ নির্দেশ দেন। এ নিয়ে একই মামলায় এই  চেয়ারম্যান দুই দফায় কারাগারে গেলেন।

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার হাফিজুর রহমান।

 

আজ ওই মামলার চার্জশিট শুনানির দিন নির্ধারিত থাকায় চেয়ারম্যান মোসাব্বিরসহ নামীয় ১৬ জন আসামীর মধ্যে ১৪ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে শুনানি শেষে আদালত আসামী সুলভ মিয়া খাজা, শাহআলম, লিটন ও চেয়ারম্যান মুসাব্বিরসহ চারজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

 

এর আগেও চেয়ারম্যান মোসাব্বির ঘটনার বছর (২০২১) উচ্চ আদালত থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নিলেও একই বছরের (৫ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ তাকে প্রথম দফায় কারাগারে পাঠান।

 

গত ১৭ জুন ২০২১ সালে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাইকেল পার্টস ব্যবসায়ী রোকন সরদারকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়।

 

নিহত রোকন সরদার ওই ইউনিয়নের ভগবানপুর গ্রামের আবদুর রউফ সরদারের ছেলে।

 

পরে হত্যার ঘটনায় নিহতের ভাই রোমান সরদার বাদী হয়ে সদর থানায় চেয়ারম্যান মোসাব্বিরসহ ১৬ জনের নাম উল্লেখ করে আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পর পুলিশ ঘটনায় জড়িত আসামি সুমনকে নওগাঁ থেকে এবং তার মা পদ্ম বেগমকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

 

হত্যার পরদিন বিক্ষুব্ধ জনতা প্রধান আসামিদের ব্যবসা প্রতিষ্ঠান ‘কাজী হোটেল’ ও তাদের বসতবাড়িতে অগ্নিসংযোগ করে। পরে এলাকাবাসীর আয়োজনে গাইবান্ধা-নাকাইহাট সড়কের বালুয়া বাজার এলাকায় বিক্ষোভ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

সুত্র : বার্তা ২৪

 

 

জনপ্রিয়

দ্যা ডিসেন্টের অনুসন্ধান : হাদিকে গুলি করার আগে অপরাধীরা তার সাথে জনসংযোগেও ছিলো !

ব্যবসায়ী হত্যা মামলায় রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান কারাগারে

প্রকাশের সময়: ০৯:৩৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

গাইবান্ধা সদর উপজেলার বালুয়া বাজারে ব্যবসায়ী রোকনুজ্জামান ওরফে রোকন সরদার হত্যা মামলায় রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মোসাব্বির হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

 

রোববার (১২ অক্টোবর) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাহাঙ্গীর আলম এ নির্দেশ দেন। এ নিয়ে একই মামলায় এই  চেয়ারম্যান দুই দফায় কারাগারে গেলেন।

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার হাফিজুর রহমান।

 

আজ ওই মামলার চার্জশিট শুনানির দিন নির্ধারিত থাকায় চেয়ারম্যান মোসাব্বিরসহ নামীয় ১৬ জন আসামীর মধ্যে ১৪ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে শুনানি শেষে আদালত আসামী সুলভ মিয়া খাজা, শাহআলম, লিটন ও চেয়ারম্যান মুসাব্বিরসহ চারজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

 

এর আগেও চেয়ারম্যান মোসাব্বির ঘটনার বছর (২০২১) উচ্চ আদালত থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নিলেও একই বছরের (৫ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ তাকে প্রথম দফায় কারাগারে পাঠান।

 

গত ১৭ জুন ২০২১ সালে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাইকেল পার্টস ব্যবসায়ী রোকন সরদারকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়।

 

নিহত রোকন সরদার ওই ইউনিয়নের ভগবানপুর গ্রামের আবদুর রউফ সরদারের ছেলে।

 

পরে হত্যার ঘটনায় নিহতের ভাই রোমান সরদার বাদী হয়ে সদর থানায় চেয়ারম্যান মোসাব্বিরসহ ১৬ জনের নাম উল্লেখ করে আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পর পুলিশ ঘটনায় জড়িত আসামি সুমনকে নওগাঁ থেকে এবং তার মা পদ্ম বেগমকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

 

হত্যার পরদিন বিক্ষুব্ধ জনতা প্রধান আসামিদের ব্যবসা প্রতিষ্ঠান ‘কাজী হোটেল’ ও তাদের বসতবাড়িতে অগ্নিসংযোগ করে। পরে এলাকাবাসীর আয়োজনে গাইবান্ধা-নাকাইহাট সড়কের বালুয়া বাজার এলাকায় বিক্ষোভ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

সুত্র : বার্তা ২৪