বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধা পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান সাধারণ সম্পাদক মোস্তাক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাইবান্ধা পৌর শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শহীদুজ্জামান শহীদ (চেয়ার প্রতীক) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মোস্তাক আহমেদ (মোরগ প্রতীক)।

 

 

 

শনিবার (১১ অক্টোবর) গাইবান্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ কাউন্সিল শুরু হয় পৌর শহীদ মিনার চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।

 

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। উদ্বোধন করেন একই বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।

 

পৌর বিএনপির আহ্বায়ক শহিদুজ্জামান শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলসহ দলীয় নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. মোস্তাক আহমেদ মোস্তাক।

 

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু জানান, সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৯টি ওয়ার্ডের ৪৬৯ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন।

 

ফলাফলে দেখা যায়, সভাপতি পদে মো. শহিদুজ্জামান শহীদ (চেয়ার প্রতীক) পেয়েছেন সর্বাধিক ২৫৮ ভোট, সাধারণ সম্পাদক পদে মো. মোস্তাক আহমেদ (মোরগ প্রতীক) পেয়েছেন ২৬১ ভোটে বিজয়ী হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো. ফরিদুল ইসলাম (দেয়াল ঘড়ি প্রতীক) ২৩৮ ভোটে ও মোঃ হুমায়ুন কবীর খান (হ্যারিকেন ঘড়ি প্রতীক) ১২৪ ভোটে নির্বাচিত হয়েছেন।

জনপ্রিয়

ইউথ ক্লাইমেট স্মল গ্র্যান্ট অ্যাওয়ার্ড ২০২৫ পেল সৃজনশীল গাইবান্ধা  

গাইবান্ধা পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান সাধারণ সম্পাদক মোস্তাক

প্রকাশের সময়: ০৪:০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাইবান্ধা পৌর শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শহীদুজ্জামান শহীদ (চেয়ার প্রতীক) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মোস্তাক আহমেদ (মোরগ প্রতীক)।

 

 

 

শনিবার (১১ অক্টোবর) গাইবান্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ কাউন্সিল শুরু হয় পৌর শহীদ মিনার চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।

 

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। উদ্বোধন করেন একই বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।

 

পৌর বিএনপির আহ্বায়ক শহিদুজ্জামান শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলসহ দলীয় নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. মোস্তাক আহমেদ মোস্তাক।

 

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু জানান, সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৯টি ওয়ার্ডের ৪৬৯ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন।

 

ফলাফলে দেখা যায়, সভাপতি পদে মো. শহিদুজ্জামান শহীদ (চেয়ার প্রতীক) পেয়েছেন সর্বাধিক ২৫৮ ভোট, সাধারণ সম্পাদক পদে মো. মোস্তাক আহমেদ (মোরগ প্রতীক) পেয়েছেন ২৬১ ভোটে বিজয়ী হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো. ফরিদুল ইসলাম (দেয়াল ঘড়ি প্রতীক) ২৩৮ ভোটে ও মোঃ হুমায়ুন কবীর খান (হ্যারিকেন ঘড়ি প্রতীক) ১২৪ ভোটে নির্বাচিত হয়েছেন।