
গাইবান্ধা জেলার শান্ত-সৌম্য গ্রামীণ জীবনযাত্রা এখন একের পর এক
মর্মান্তিক ঘটনায় আলোচনার কেন্দ্রে। মাত্র ২২ দিনে খুন, আত্মহত্যা, দুর্ঘটনা ও প্রাকৃতিক বিপর্যয়ে এখানে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন। এসব ঘটনার অধিকাংশের পেছনে রয়েছে পারিবারিক দ্বন্দ্ব, মানসিক অশান্তি আর হতাশা।
ঘটনা বিশ্লেষণে দেখা যায় গত ১ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় মোট ১৭ টি মরদেহ উদ্ধার করে পুলিশ এরমধ্যে হত্যার আলামত পাওয়া গেছে ২ জনের শরীরে । অন্যদিকে আত্মহত্যার ঘটনা ঘটেছে ৫ টি । বিভিন্ন দূর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের । কারাগারে হাজতির মৃত্যু হয়েছে ১ টি এবং অজ্ঞাত মরদেহ উদ্ধার হয়েছে ২ টি।
গত রবিবার (২২ সেপ্টেম্বর) গাইবান্ধা জেলা কারাগারে আবু বক্কর সিদ্দিক মুন্না (৬৮) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় পরিবারের সদস্যরা অভিযোগ করেন , কারাগারে নেওয়ার পর তার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয়নি । এবং সেখানে নির্যাতন চালানো হয়েছে। এ কারণেই তার মৃত্যু হয়েছে বলে দাবি স্বজনদের।
গত শনিবার (২০ সেপ্টেম্বর) গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি গ্রামে পারিবারিক বিরোধের জেরে ফরিদুল ইসলাম নামে এক ব্যক্তি তার স্ত্রী শিউলি বেগমকে কুপিয়ে হত্যা করে। একইদিন পলাশবাড়ীতে শাহিনা বেগম ব্লেড দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেন। সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম। অন্যদিকে সাদুল্লাপুরে পুকুর থেকে উদ্ধার করা হয় রমিচা বেওয়ার লাশ।
১৯ সেপ্টেম্বর সুন্দরগঞ্জে দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত মামলার চাপে ফয়েজ উদ্দিন নামে এক ব্যক্তি আত্মহত্যা করেন। একইদিন পারিবারিক অশান্তির কারণে সোলাইমান মিয়াও আত্মহত্যার পথ বেছে নেন। এছাড়া অবৈধ সংযোগের তারে জড়িয়ে মারা যান যুবক আরিফুল ইসলাম এবং বজ্রপাতে নিহত হন সাদুল্লাপুরের সোহাগ মিয়া (২০)।
এর আগে ১৬ সেপ্টেম্বর সদর উপজেলায় স্কুলশিক্ষিকা তাসমিন আরা নাজ প্রেমে ব্যর্থ হয়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। ১৪ সেপ্টেম্বর বাসচাপায় মারা যান রিপন মিয়া। ১৩ সেপ্টেম্বর ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় এক অজ্ঞাত নারীর। ১২ সেপ্টেম্বর সাদুল্লাপুরে পুকুর থেকে উদ্ধার হয় এক ব্যক্তির মরদেহ। ১৫ সেপ্টেম্বর সদর উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের তুলসীঘাট পল্লী বিদ্যুৎ সমিতির সামনে বাস-ট্রাক দুর্ঘটনায় রিপন মিয়া (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নামাপাড়া (কলেজের দক্ষিণে) এলাকার আবু সাঈদ মিয়া নামে এক ব্যক্তির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বিকেলে পুকুরের পানিতে অপরিচিত বিবস্ত্র এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় তারা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
৯ সেপ্টেম্বর পানিতে ডুবে প্রাণ হারায় শিশুটি আদুরি আক্তার। ৮ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জের কালিতলা এলাকা থেকে উদ্ধার হয় এক অজ্ঞাত মরদেহ। একইদিন সুন্দরগঞ্জে বাবার সঙ্গে গোসল করতে গিয়ে নদীতে ডুবে মারা যায় কিশোর লাবিব খান লাবু।৬ সেপ্টেম্বর সাদুল্লাপুরে মমতাজ বেগম (৬৫) নামের এক নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জের পান্থ পাড়া নামক স্থানে ঢাকা-রংপুর মহাসড়ক পারাপারের সময় যাত্রীবাহী বাস চাপায় মরিয়ম নামের এক নারী নিহত হন।
এই ধারাবাহিক মৃত্যুর খবরে স্থানীয় সমাজে আতঙ্ক ও শঙ্কা বিরাজ করছে। সমাজকর্মী আবদুর রশিদ বলেন,
“আমাদের সমাজে পারিবারিক বন্ধন দিন দিন দুর্বল হয়ে পড়ছে। সামান্য কলহ থেকেও খুন-আত্মহত্যার মতো ঘটনা ঘটছে। মানুষ হতাশায় ভেঙে পড়ছে।”
গাইবান্ধা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বাবুল আখতার বলেন “শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ চর্চা কমে যাওয়ায় তরুণরা সহজেই বিপথে যাচ্ছে। পরিবারগুলোও আর সেভাবে সন্তানকে সময় দিচ্ছে না।”
অপরদিকে স্থানীয় নারী সংগঠক শিরিন আক্তার বলেন
“গৃহস্থালি জীবনে ছোটখাটো বিরোধকে বড় আকারে রূপ নেওয়ার আগে থামাতে হবে। পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা জরুরি।”
সম্প্রতি এক আইনশৃঙ্খলা সভায় গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা বলেন,“মানুষের মধ্যে ধৈর্য কমে আসছে, সহনশীলতা হারিয়ে যাচ্ছে। পারিবারিক দ্বন্দ্ব ও হতাশা থেকেই খুন, আত্মহত্যা ও সহিংসতা বাড়ছে। এ অবস্থা মোকাবেলায় প্রত্যেককে পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হতে হবে।”
গাইবান্ধা সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক কাইয়ুম আজাদ বলেন , এসব মৃত্যু শুধু ব্যক্তিগত নয়, বরং সামগ্রিক সামাজিক অবক্ষয়ের বহিঃপ্রকাশ। এর প্রতিরোধে দরকার পারিবারিক বন্ধন দৃঢ় করা, তরুণদের হতাশা মোকাবেলায় কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা এবং স্থানীয় প্রশাসনের পাশাপাশি নাগরিক সমাজকে এগিয়ে আসা।
নিজস্ব প্রতিবেদক 




















