
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব পরিমল কুমার সরকার আজ শনিবার (২০ সেপ্টেম্বর) গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাটে বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পাঠাগারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং এ উদ্যোগকে অত্যন্ত প্রশংসা করেন। তিনি বলেন—
“এ পাঠাগার এলাকার সাংস্কৃতিক ও শিক্ষামূলক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমাজ উন্নয়নে পাঠাগারের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।”

এ সময় তিনি পাঠাগারকে আরও সমৃদ্ধ করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।“বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে প্রশংসনীয় অবদান রাখছে। পাঠাগারের সংগ্রহ বৃদ্ধি ও কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে এটি আরও সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি। এ উদ্যোগকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।”

পরিদর্শনকালে পাঠাগারের সাধারণ সম্পাদক শামীম সরকারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এবং তাঁকে স্বাগত জানান।
নিজস্ব প্রতিবেদক 




















