
গাইবান্ধায় টানা চার ঘন্টার ভারী বর্ষণে শহরের অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে দুপুর ১০টা পর্যন্ত মাত্র চার ঘন্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
হঠাৎ এই প্রবল বর্ষণে শহরের ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় প্রধান সড়ক, বাজার ও আবাসিক এলাকাগুলোতে হাঁটু সমান পানি জমেছে। জেলা হাসপাতালের প্রবেশপথ, স্টেশন রোড, পশ্চিম পাড়া , শাপলা পাড়া কোর্ট চত্বর এলাকায় সবচেয়ে বেশি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
অতিরিক্ত বৃষ্টির কারণে বিদ্যালয়গামী শিক্ষার্থী ও অফিসগামী সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেকেই রিকশা ও ভ্যান আটকে যাওয়ায় হেঁটেই গন্তব্যে পৌঁছেছেন। দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও পানি ঢুকে ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ভারী বর্ষণের ফলে তিস্তা ও ব্রহ্মপুত্র নদে পানি বাড়তে শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, শহরের জলাবদ্ধতার মূল কারণ অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা ও অবৈধ দখল। দ্রুত সমাধান না হলে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে মনে করছেন তারা।
নিজস্ব প্রতিবেদক 
















