বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বদরুদ্দীন উমর মারা গেছেন

লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর মারা গেছেন।

আজ (৭ সেপ্টেম্বর) তাকে অসুস্থ অবস্থায় বাসা থেকে একটি হাসপাতালে নেওয়ার পর সকাল ১০টা ৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

এর আগে শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপ নিয়ে ১০ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে ১ আগস্ট ফেরেন বদরুদ্দীন উমর।

বামপন্থী রাজনীতিবিদ ও তাত্ত্বিক বদরুদ্দীন উমরের জন্ম ১৯৩১ সালে, ভারতের বর্ধমানে। তার বাবা আবুল হাশিম ভারতীয় উপমহাদেশের একজন মুসলিম জাতীয়তাবাদী রাজনীতিবিদ ছিলেন।

দেশভাগের পর বদরুদ্দীন উমরের পরিবার ঢাকায় চলে আসেন এবং এখানে ১৯৫০ সাল থেকে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বর্ধমান থেকে উচ্চমাধ্যমিক পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর করেন বরদুদ্দীন উমর। উচ্চতর ডিগ্রি নেন যুক্তরাজ্যের অক্সফোর্ড থেকে।

বদরুদ্দীন উমরের পেশাজীবন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন।

বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি ও গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ছিলেন তিনি। এক সময় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন। ২০০৩ সালে জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়ে সভাপতির দায়িত্ব নেন তিনি।

২০২৫ সালে বদরুদ্দীন উমর দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন, কিন্তু তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানান।

জনপ্রিয়

ইউথ ক্লাইমেট স্মল গ্র্যান্ট অ্যাওয়ার্ড ২০২৫ পেল সৃজনশীল গাইবান্ধা  

বদরুদ্দীন উমর মারা গেছেন

প্রকাশের সময়: ০৫:২১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর মারা গেছেন।

আজ (৭ সেপ্টেম্বর) তাকে অসুস্থ অবস্থায় বাসা থেকে একটি হাসপাতালে নেওয়ার পর সকাল ১০টা ৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

এর আগে শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপ নিয়ে ১০ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে ১ আগস্ট ফেরেন বদরুদ্দীন উমর।

বামপন্থী রাজনীতিবিদ ও তাত্ত্বিক বদরুদ্দীন উমরের জন্ম ১৯৩১ সালে, ভারতের বর্ধমানে। তার বাবা আবুল হাশিম ভারতীয় উপমহাদেশের একজন মুসলিম জাতীয়তাবাদী রাজনীতিবিদ ছিলেন।

দেশভাগের পর বদরুদ্দীন উমরের পরিবার ঢাকায় চলে আসেন এবং এখানে ১৯৫০ সাল থেকে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বর্ধমান থেকে উচ্চমাধ্যমিক পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর করেন বরদুদ্দীন উমর। উচ্চতর ডিগ্রি নেন যুক্তরাজ্যের অক্সফোর্ড থেকে।

বদরুদ্দীন উমরের পেশাজীবন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন।

বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি ও গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ছিলেন তিনি। এক সময় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন। ২০০৩ সালে জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়ে সভাপতির দায়িত্ব নেন তিনি।

২০২৫ সালে বদরুদ্দীন উমর দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন, কিন্তু তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানান।