বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি দেশে ফিরে আসতে চান, তবে অন্তর্বর্তী সরকার তার ট্রাভেল ডকুমেন্ট বা পাসপোর্ট সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান দিতে প্রস্তুত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য জানান।

তৌহিদ হোসেন বলেন, তারেক রহমানের দেশে ফেরা সম্পূর্ণই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সরকার কোনো সময়সূচি নির্ধারণ করবে না; তবে যদি দেশে ফেরার জন্য তার ট্রাভেল ডকুমেন্ট প্রয়োজন হয়, তা প্রদান করতে প্রশাসন প্রস্তুত। তিনি আরও বলেন, “উনি যখন দেশে আসতে চাইবেন, আমরা যতটুকু সহায়তা করার প্রয়োজন সেখানে অবশ্যই করব। পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের জন্য যদি কোনো ঝামেলা থাকে, আমরা সেটি সমাধান করব।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন, সরকার তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য কোনো কার্যক্রম নিজ উদ্যোগে শুরু করবে না। তবে প্রয়োজন হলে প্রশাসনের সহায়তা দেওয়ার সব ব্যবস্থা প্রস্তুত থাকবে। তিনি আরও জানান, লন্ডনের বাংলাদেশ মিশনে তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করেছেন কি না, সেটি তার অজানা। তবে ফেরার সময় প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট থাকলে তা সরবরাহ করা হবে।

এর আগে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য আসামিদের খালাসের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখার সিদ্ধান্ত দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রায় প্রদান করে।

উল্লেখ্য, গত ১০ আগস্ট রাজশাহী বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলেই তিনি দেশে ফিরবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। এই সময়সূচির ওপর ভিত্তি করে হয়তো জানা যাবে তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট দিন।

জনপ্রিয়

৩২ ঘন্টার চেষ্টায় শিশু সাজিদকে জীবিত উদ্ধার

তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময়: ০৪:০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি দেশে ফিরে আসতে চান, তবে অন্তর্বর্তী সরকার তার ট্রাভেল ডকুমেন্ট বা পাসপোর্ট সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান দিতে প্রস্তুত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য জানান।

তৌহিদ হোসেন বলেন, তারেক রহমানের দেশে ফেরা সম্পূর্ণই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সরকার কোনো সময়সূচি নির্ধারণ করবে না; তবে যদি দেশে ফেরার জন্য তার ট্রাভেল ডকুমেন্ট প্রয়োজন হয়, তা প্রদান করতে প্রশাসন প্রস্তুত। তিনি আরও বলেন, “উনি যখন দেশে আসতে চাইবেন, আমরা যতটুকু সহায়তা করার প্রয়োজন সেখানে অবশ্যই করব। পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের জন্য যদি কোনো ঝামেলা থাকে, আমরা সেটি সমাধান করব।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন, সরকার তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য কোনো কার্যক্রম নিজ উদ্যোগে শুরু করবে না। তবে প্রয়োজন হলে প্রশাসনের সহায়তা দেওয়ার সব ব্যবস্থা প্রস্তুত থাকবে। তিনি আরও জানান, লন্ডনের বাংলাদেশ মিশনে তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করেছেন কি না, সেটি তার অজানা। তবে ফেরার সময় প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট থাকলে তা সরবরাহ করা হবে।

এর আগে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য আসামিদের খালাসের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখার সিদ্ধান্ত দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রায় প্রদান করে।

উল্লেখ্য, গত ১০ আগস্ট রাজশাহী বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলেই তিনি দেশে ফিরবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। এই সময়সূচির ওপর ভিত্তি করে হয়তো জানা যাবে তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট দিন।