
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রামে স্থানীয় এক ভাংরি ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ৫ কেজি ওজনের একটি প্রাচীন মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
৩০ আগষ্ট শনিবার বিকেল ৪টার দিকে গোবিন্দগঞ্জ থানার এসআই আক্তারুজ্জামান ও এসআই আনসোপ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মূর্তিটি থানায় নিয়ে আসা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, মূর্তিটি দেখতে কষ্টি পাথরের মতো হলেও বিশেষজ্ঞদের পরীক্ষার পরই প্রকৃতপক্ষে এর ধরণ ও মূল্য সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিজস্ব প্রতিবেদক 




















