সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির কেন্দ্রীয় নেতার খেত কাটল দুর্বৃত্তরা, লাখ টাকার ক্ষতি

গাইবান্ধার সাদুল্লাপুরে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে এনসিপি কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান সোহাগের বেগুন খেত। উপজেলার ধাপেরহাটের নিজ গ্রামে ১৬ আগস্ট গভীর রাতে প্রায় ২৫ শতাংশ জমির শত শত বেগুন গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে অন্তত দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নেতা।নাজমুল হাসান সোহাগ বর্তমানে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) এবং গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, ‘বেগুন গাছে ফুল ধরেছে, বেগুন আসতে শুরু করেছে। এসব জমির ফসলের আয়ে আমাদের সংসার চলে। কিন্তু গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে পুরো জমির গাছ কেটে নষ্ট করে দিয়েছে। কারা, কী কারণে এমন করল আমি বুঝতে পারছি না। আমাদের পরিবারের কারও সঙ্গে কোনো বিরোধ নেই।’এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল বাশার বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

জনপ্রিয়

এনসিপির কেন্দ্রীয় নেতার খেত কাটল দুর্বৃত্তরা, লাখ টাকার ক্ষতি

প্রকাশের সময়: ০১:০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

গাইবান্ধার সাদুল্লাপুরে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে এনসিপি কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান সোহাগের বেগুন খেত। উপজেলার ধাপেরহাটের নিজ গ্রামে ১৬ আগস্ট গভীর রাতে প্রায় ২৫ শতাংশ জমির শত শত বেগুন গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে অন্তত দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নেতা।নাজমুল হাসান সোহাগ বর্তমানে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) এবং গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, ‘বেগুন গাছে ফুল ধরেছে, বেগুন আসতে শুরু করেছে। এসব জমির ফসলের আয়ে আমাদের সংসার চলে। কিন্তু গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে পুরো জমির গাছ কেটে নষ্ট করে দিয়েছে। কারা, কী কারণে এমন করল আমি বুঝতে পারছি না। আমাদের পরিবারের কারও সঙ্গে কোনো বিরোধ নেই।’এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল বাশার বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’