
সৌদি আরবে একই দিনে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটিতে নিয়মিতভাবে অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ড প্রাপ্তদের অধিকাংশই মাদক সম্পর্কিত অপরাধে জড়িত ছিল বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম ।
দেশটির সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় চারজন সোমালিয়ার নাগরিক ও তিন জন ইথিওপিয়ার নাগরিককে দেশটিতে ‘ভাং চোরাচালান’ করার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ ছাড়াও একজন সৌদি নাগরিককে নিজের মাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
বিশ্লেষকরা এটিকে দেশটির ২০২৩ সালে নেওয়া ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ অভিযানের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করছেন। সৌদি কর্তৃপক্ষ বলছে, এ মৃত্যুদণ্ড আদেশ মূলত সমাজ ব্যবস্থাকে ঠিক রাখতে জরুরি এবং সকল ধরনের আপিল আবেদনের পর এটি কার্যকর করা হয়।
নিজস্ব প্রতিবেদক 




















