
নিজস্ব প্রতিবেদক: তারুণ্যের ছোঁয়ায় বদলে যাক বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বৃক্ষরোপণ অভিযান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩০ জুলাই) বিকালে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া এলাকায় দুই দিন ব্যাপি এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।Youth for Bangladesh গাইবান্ধা সদর উপজেলা শাখার আয়োজনে উত্তর ধানঘড়া-বল্লমঝাড় রোড়ে এক কিলোমিটার এলাকায় কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন রাকিব মিয়া, মনির হোসেন, রিদয় মিয়া, রোকন হাসান, মিথুন মিয়া,ছকু মিয়া,শান্তসহ প্রমুখ।বৃক্ষরোপণ অভিযানে অংশ নেয়া সংগঠনের অন্যতম সদস্য মনির হোসেন বলেন, সুন্দর ও স্বাভাবিক জীবনের জন্য বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা সকলের জন্য খুবই দরকার। তাই পরিবেশ রক্ষায় এক ছোট্ট পদক্ষেপ একটি গাছ একটি প্রাণ।
নিজস্ব প্রতিবেদক 




















