
বিমল সরকার: আগুন যখন শিক্ষার্থীর স্বপ্নে পোড়ে যখন আকাশের নীল ছায়ায় ঘুমিয়ে থাকে জাতির স্বপ্ন,ঠিক তখনই আগুন নামে শিশুর ব্যাগে, খাতায়, প্রাণে।উত্তরার মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা কেবল একটি সংবাদ নয়-এ এক জাতীয় অশনিসংকেত।এই দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, আমরা কতোটা অসতর্কভাবে রেখে দিচ্ছি আগামী প্রজন্মকে ঝুঁকির মাঝে, উন্নয়নের মোহে গড়ে তুলছি এমন বাস্তবতা যেখানে ‘নিরাপত্তা’ একটি শব্দ মাত্র, নীতি নয়।যেখানে ছাত্র-ছাত্রীদের শিক্ষালয় রূপ নেয় মৃত্যুর উপত্যকায়, সেখানে উন্নয়নের গ্রাফ নয়-জরুরি হয়ে পড়ে নৈতিক জবাবদিহি।এই দুর্ঘটনার আগুন কেবল বিল্ডিং কিংবা শিক্ষার্থীদের সামনে পড়েনি, পোড়েনি শুধু শিক্ষার্থীর চামড়া- পুড়েছে এই সমাজের বিবেক, সরকারী অব্যবস্থাপনার মুখোশ।
আজ হাসপাতালের বার্ণ ইউনিটে এক একটি দগ্ধ মুখ আমাদের প্রশ্ন করছে-
“আমরা কি আসলেই প্রস্তুত একটি সভ্য সমাজের জন্য?” আমরা কি শুধু প্রশংসা পেতে স্বল্প সময়ের সিদ্ধান্তে তড়িঘড়ি করে অবকাঠামো বানিয়ে সেবার নামে ব্যবসা চালিয়ে যাবো যে পরিবেশে পরিবেশে থাকবে না কোন নিরাপত্তা, পরিকল্পনা কিংবা সংবেদনশীলতা? এই সময়ে আমাদের দরকার চটকদার শোকবাণী নয়, বরং দায়িত্বশীল আত্মসমালোচনা। দায়িত্ব নিতে হবে বিমানবন্দর কিংবা দায়িত্বশীল কর্তৃপক্ষকে, মেট্রোরেল পরিচালনা কর্তৃপক্ষকে, শিক্ষা প্রতিষ্ঠানকে এবং সংশ্লিষ্ট প্রতিটি সরকারি ও বেসরকারি সংগঠনকে।
আমরা, “দৈনিক কালের চিঠি”-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি- তবে শোকের পাশাপাশি আমরা দৃঢ় কণ্ঠে উচ্চারণ করি:
“শুধু শোক নয়, প্রয়োজন জবাবদিহি।”
না হলে, এই আগুন বারবার ফিরে আসবে-শুধু জায়গা বদলাবে, কিন্তু কান্না থাকবে
একই ।
নিজস্ব প্রতিবেদক 




















