
সরকারি ব্যবস্থাপনায় এ বছর হজ করে আসা ৪ হাজার ৯৭৮ জনকে বেঁচে যাওয়া ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রোববার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় হজ ব্যবস্থাপনার বিভিন্ন দিক ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
উপদেষ্টা জানান, ২০২৬ সালের হজের খরচ আরও কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সেই লক্ষ্যে নভেম্বর মাসেই সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি হবে। সরকারের উদ্দেশ্য হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা।
এ বছর হজ পালনের সময় সৌদি আরবে ৪৫ বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ১১ জন নারী। বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন হজে অংশ নিয়েছেন। ফিরতি হজ ফ্লাইট ১০ জুলাই শেষ হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 




















