
মোস্তাফিজুর রহমান, সাঘাটা : গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মন্ডলকে গ্রেফতার করেছে সাঘাটা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর তিনটার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।
সাঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. বাদশা আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, “চেয়ারম্যান ফারুক হোসেন মন্ডলকে ডেভিল হান্ট মামলার তদন্তের অংশ হিসেবে গ্রেফতার করা হয়েছে। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
নিজস্ব প্রতিবেদক 





















