
গাইবান্ধা শহরের রাজনীতিতে চাঞ্চল্যকর বিএনপির জেলা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের মামলায় আওয়ামীলীগ নেতা এবং জেলা বার এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্সকে গভীর রাতে পৌর শহরে তার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি)। ৯ মে শুক্রবার গভীর রাতে, গাইবান্ধা পৌর শহরের পশ্চিমপাড়ায় নিজ বাসা হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুর ইসলাম তালুকদার।
নিজস্ব প্রতিবেদক 






















