
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বুধবার (২৩ এপ্রিল) রাতে কাতারের রাজধানী দোহায় এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনূস।
এ বৈঠকে অংশ নেন মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদীব আবদুল গাফুর (Ahmed Adeeb Abdul Gafoor), মালয়েশিয়ার রাজপরিবারের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিত্ব ওয়াই. এম. টেংকু দাতো’ ড. হিশামুদ্দিন জায়জি বিন ওয়াই. এ. এম. টেংকু বেংদাহারা আজমান শাহ আলহাজ (Y.M. Tengku Dato’ Dr. Hishammuddin Zaizi Bin Y.A.M. Tengku Bendahara Azman Shah Alhaj), মালয়েশিয়ার সাবেক মন্ত্রী জুরাইদা, কাতারের রাজপরিবারের সদস্য, শীর্ষস্থানীয় ব্যাংকারসহ কয়েকজন ধনী প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারী এবং উদ্যোক্তা।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের খ্যাতিমান ব্যবসায়ী ও ‘হ্যালো সুপারস্টারস’ অ্যাপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. কামরুল আহসান।
বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, দ্রুত বর্ধনশীল শিল্প খাত, অবকাঠামোগত উন্নয়ন এবং সরকারি নীতিগত সহায়তা নিয়ে বিস্তর আলোচনা হয়। ড. কামরুল আহসান বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগের জন্য নিরাপদ ও সম্ভাবনাময় পরিবেশের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে বৃহত্তর পরিসরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। আলোচনাটি অত্যন্ত ইতিবাচক ও আশাব্যঞ্জক হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা এবং বৈশ্বিক বিনিয়োগ সম্পর্ক জোরদারে এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠক ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
নিজস্ব প্রতিবেদক 






















