শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

উদাখালীতে চাল বিতরণে অনিয়ম ও লুটপাটের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

ফুলছড়ি প্রতিনিধি:গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে অনিয়ম, রাজনৈতিক ষড়যন্ত্র এবং লুটপাটের অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের নামে মিথ্যা অভিযোগ তুলেছেন এবং চাল বিতরণে অনিয়ম করেছেন।

 

জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে বিতরণের জন্য ৪০ দশমিক ৭৮ মেট্রিকটন চাল বরাদ্দ দেয় সরকার। মঙ্গলবার ইউনিয়ন পরিষদ থেকে টোকেন বিতরণ করা হলেও বুধবার চাল বিতরণ চলাকালে টোকেন না পাওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সাধারণ জনগণ গুদামে প্রবেশ করে এবং টোকেন ছাড়াই চাল নেওয়ার অভিযোগ ওঠে।

 

বিএনপির নেতাদের অভিযোগ, চেয়ারম্যান আল-আমিন এবং তার সহযোগীরা পরিষদের চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থেকে জনগণের দৃষ্টি সরানোর জন্য রাজনৈতিক ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছেন। তারা বলেন, সাধারণ জনগণ তাদের দুর্নীতির প্রতিবাদ করলে, চেয়ারম্যান আল-আমিন তার অনুগতদের দিয়ে জনতাকে গোডাউনের মধ্যে ঢুকিয়ে স্লিপ ছাড়াই চাল নিতে উৎসাহিত করেন। বিভিন্ন ভিডিও ফুটেজেও এসব দৃশ্য ধরা পড়েছে।

 

তবে উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন আহমেদ দাবি করেছেন, চাল বরাদ্দ পাওয়ার পর থেকেই স্থানীয় বিএনপির নেতারা টোকেন দাবি করছিলেন এবং তাদের প্রস্তাব না মানায় বিতরণস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তিনি বলেন, ‘‘বিএনপি নেতাকর্মীরা লোকজনকে উত্তেজিত করে চাল লুটপাটের চেষ্টা করেছে। একপর্যায়ে তারা গুদামে প্রবেশ করে বিতরণের জন্য রক্ষিত চাল লুট করে এবং ইউপি সচিবসহ কয়েকজনকে মারধর করে।’’

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, বিতরণের শেষ পর্যায়ে টোকেনধারী ও টোকেনবিহীন লোকজন গুদামের সামনে জড়ো হয় এবং একপর্যায়ে জোরপূর্বক ভিতরে প্রবেশ করে চাল লুটপাট করে।

 

এ ঘটনায় বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জগৎবন্ধু মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি জানান, ‘‘সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে, সেটি পাওয়ার পর প্রকৃত চিত্র জানা যাবে।’’

 

এদিকে, ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানের বিরুদ্ধে চেয়ারম্যান আল-আমিনের অভিযোগের প্রতিবাদে বিকেলে ফুলছড়ি উপজেলা সদরে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। তারা চেয়ারম্যানের অপসারণ দাবি করে এবং ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়।

এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি নেতারা,

জনপ্রিয়

দ্যা ডিসেন্টের অনুসন্ধান : হাদিকে গুলি করার আগে অপরাধীরা তার সাথে জনসংযোগেও ছিলো !

উদাখালীতে চাল বিতরণে অনিয়ম ও লুটপাটের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

প্রকাশের সময়: ১০:৩০:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

ফুলছড়ি প্রতিনিধি:গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে অনিয়ম, রাজনৈতিক ষড়যন্ত্র এবং লুটপাটের অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের নামে মিথ্যা অভিযোগ তুলেছেন এবং চাল বিতরণে অনিয়ম করেছেন।

 

জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে বিতরণের জন্য ৪০ দশমিক ৭৮ মেট্রিকটন চাল বরাদ্দ দেয় সরকার। মঙ্গলবার ইউনিয়ন পরিষদ থেকে টোকেন বিতরণ করা হলেও বুধবার চাল বিতরণ চলাকালে টোকেন না পাওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সাধারণ জনগণ গুদামে প্রবেশ করে এবং টোকেন ছাড়াই চাল নেওয়ার অভিযোগ ওঠে।

 

বিএনপির নেতাদের অভিযোগ, চেয়ারম্যান আল-আমিন এবং তার সহযোগীরা পরিষদের চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থেকে জনগণের দৃষ্টি সরানোর জন্য রাজনৈতিক ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছেন। তারা বলেন, সাধারণ জনগণ তাদের দুর্নীতির প্রতিবাদ করলে, চেয়ারম্যান আল-আমিন তার অনুগতদের দিয়ে জনতাকে গোডাউনের মধ্যে ঢুকিয়ে স্লিপ ছাড়াই চাল নিতে উৎসাহিত করেন। বিভিন্ন ভিডিও ফুটেজেও এসব দৃশ্য ধরা পড়েছে।

 

তবে উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন আহমেদ দাবি করেছেন, চাল বরাদ্দ পাওয়ার পর থেকেই স্থানীয় বিএনপির নেতারা টোকেন দাবি করছিলেন এবং তাদের প্রস্তাব না মানায় বিতরণস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তিনি বলেন, ‘‘বিএনপি নেতাকর্মীরা লোকজনকে উত্তেজিত করে চাল লুটপাটের চেষ্টা করেছে। একপর্যায়ে তারা গুদামে প্রবেশ করে বিতরণের জন্য রক্ষিত চাল লুট করে এবং ইউপি সচিবসহ কয়েকজনকে মারধর করে।’’

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, বিতরণের শেষ পর্যায়ে টোকেনধারী ও টোকেনবিহীন লোকজন গুদামের সামনে জড়ো হয় এবং একপর্যায়ে জোরপূর্বক ভিতরে প্রবেশ করে চাল লুটপাট করে।

 

এ ঘটনায় বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জগৎবন্ধু মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি জানান, ‘‘সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে, সেটি পাওয়ার পর প্রকৃত চিত্র জানা যাবে।’’

 

এদিকে, ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানের বিরুদ্ধে চেয়ারম্যান আল-আমিনের অভিযোগের প্রতিবাদে বিকেলে ফুলছড়ি উপজেলা সদরে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। তারা চেয়ারম্যানের অপসারণ দাবি করে এবং ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়।

এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি নেতারা,