
শাকিল আহমেদ , ফুলছড়ি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ‘ফুলছড়ি সরকারি কলেজ’ ছাত্রদলের বিরুদ্ধে চাঁদা দাবীর বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন হিসেবে স্বীকার করেছেন বিক্ষোভকারীরা। গত ১২ মার্চ বুধবার
ফুলছড়ি সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির সাধারণ শিক্ষার্থীদের কাছে ফরম পুরণের জন্য অত্র কলেজ শাখার ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইউসুফ এবং সদস্য সচিব নাঈম এর বিরুদ্ধে চাঁদা দাবি অভিযোগ করে সাধারণ শিক্ষার্থীরা। পরে অভিযুক্ত চাঁদাবাজিদের বিরুদ্ধে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ করেন।
এ ঘটনার পরপরই নড়েচড়ে বসে ফুলছড়ি সরকারি কলেজ ছাত্রদল এবং ঘটনার আড়ালে লুকিয়ে থাকা ঘটনার সত্যতা বের করতে তৎপর হয়ে পড়ে।
পরের দিন ১৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে অভিযোগকারী শিক্ষার্থীরা অত্র কলেজ শাখার ছাত্রদলের বিরুদ্ধে চাঁদাবাজের ঘটনাটি মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক বলে স্বীকার করে লিখিত দেয় এবং কলেজ শাখার ছাত্রদলের কাছে ক্ষমা চায়।
এ বিষয়ে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগকারী মো শুভ ইসলাম বলেন, আমি বোনারপাড়া সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। বন্ধু-বান্ধবদের প্ররোচনায় আমি ইউসুফ এবং নাইম ভাই এর বিরুদ্ধে বিক্ষোভ করি যা একেবারেই অসত্য এবং ভিত্তিহীন। তারা কখনোই চাঁদাবাজীর সাথে জড়িত না। আমি আমার ভুল বুঝতে কলেজ ছাত্রদলের কাছে ক্ষমা চেয়েছি। ভবিষ্যতে এমন ঘটনা আর হবে না।
ফুলছড়ি সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইউসুফ বলেন, আমাদের নামে মিথ্যা অপপ্রচার চালিয়েছিলো। আমরা কোন চাঁদার ঘটনার সাথে সংশ্লিষ্ট নই।
সদস্য সচিব নাঈম বলেন, কলেজ ছাত্রদল কখনোই এসব চাঁদার দাবী করতে পারে না। আমাদের বিরুদ্ধে যারা মিথ্যা ভিত্তিহীন গুজব ছড়িয়েছে তারা তাদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন এবং লিখিত দিয়েছেন। ভবিষ্যতে এরকম ভিত্তিহীন অপপ্রচার চালালে কঠোর হস্তে দমন করা হবে।
নিজস্ব প্রতিবেদক 















